মা-বোনের বিকৃত ছবি টাঙিয়ে দিয়ে আসব! আরজি কর কাণ্ডের মাঝেই চরম হুমকি তৃণমূল নেতার

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের নানান প্রান্তে মিছিল বেরোচ্ছে। রবিবারও মহামিছিলের সাক্ষী থেকেছে বাংলা। সাধারণ মানুষের পাশাপাশি সেখানে পা মিলিয়েছিলেন তারকারাও। রাস্তায় বসে প্রতিবাদ করেছেন সকলে। এই আবহে এবার মারাত্মক হুমকি দিলেন তৃণমূল (Trinamool Congress) নেতা। ইতিমধ্যেই তুমুল শোরগোল ফেলে দিয়েছে সেই ভিডিও।

  • মা-বোনের বিকৃত ছবি টাঙানোর হুমকি তৃণমূল (Trinamool Congress) নেতার!

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে অশোকনগরের তৃণমূল (TMC) নেতা অতীশ সরকারকে কার্যত হুমকি দিতে দেখা যাচ্ছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ’মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে রোজ গালিগালাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একটু তো ফোঁস করতেই। আমরা যদি ফোঁস করে বাড়ির দেওয়া গিয়ে আগামীকাল আপনার মা-বোনকে কুৎসা সাজিয়ে টাঙিয়ে দিয়ে আসি, দরজা খুলেও আপনি সেই পোস্টার খুলতে পারবেন না। দায়িত্ব নিয়ে এটা বলে গেলাম, সেদিন সামনে আসছে’।

   
  • তৃণমূল নেতার কথায় তোলপাড়

এখানেই না থেমে ওই তৃণমূল (Trinamool Congress) নেতার হুঁশিয়ারি, ‘যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালিগালাজ করছেন, কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র নিয়ে গালিগালাজ করছেন, আপনার বাড়ির দরজায় আপনার মা-বোনের ছবি বিকৃত করে টাঙিয়ে দিয়ে আসব। আজকে দাঁড়িয়ে বলে গেলাম, শুনে রাখবেন। সাবধান হয়ে যান। তৃণমূল কংগ্রেস ধৈর্য ধরে বসে আছে। সকাল-সন্ধ্যায় আমরা যদি পাড়ায়-পাড়ায় একটু ফোঁস করি তাহলে বাড়ি থেকে বেরোতে পারবেন তো?’

আরও পড়ুনঃ প্রশ্নের মুখে নারী সুরক্ষা! নির্ভয়া তহবিলে বরাদ্দ কয়েক কোটি, খরচে বাংলা কত নম্বরে জানেন?

অশোকনগরের তৃণমূল নেতা অতীশ আগে এলাকার কাউন্সিলর ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী তৃণমূলের টিকিটে কাউন্সিলর হয়েছেন। আরজি কর কাণ্ডের (RG Kar Case) আবহে এই নেতার গলাতেই শোনা গেল হুমকির সুর। ভাইরাল এই ভিডিও ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তরজা। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এর নিন্দা করার পাশাপাশি বারাসাত বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক শ্যামলেন্দু দে-ও এই নিয়ে মুখ খুলেছেন।

Trinamool Congress Atish Sarkar

বিজেপি নেতা বলেন, ‘আসলে বিনাশকালে বুদ্ধিনাশ। তৃণমূল সরকারের পতনের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্নীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এরা নেতা নন, এরা মস্তান। মমতা সরকারের ট্যাঙারে বাহিনী সদস্য। এভাবেই এরা টিকে থাকার চেষ্টা করছে’। এদিকে অতীশের এই মন্তব্য ঘিরে চাপানউতোর শুরু হতেই তাঁকে ১ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর