বাংলা হান্ট ডেস্ক : সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে এলাকার পরিস্থিতি ভয়ংকর করে তুলছে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ বিজেপি (BJP) কর্মীদের। বিরোধী দলের দাবি, দুই গোষ্ঠীর বচসার জেরে আগ্নেয়াস্ত্র বার করে এক যুবককে মেরে ফেলার হুমকি (Threatens) দিয়েছে তৃণমূলের এক কর্মী শুভজিৎ মণ্ডল।
ঘটনাটি ঘটেছে, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের (Durgapur) পাণ্ডবেশ্বর (Pandaveswar) থানা এলাকার সোনপুর বাজারি এলাকায় বাউরি পাড়ায়।
জানা যাচ্ছে, সোমবার রাতে এলাকার এক যুবক কোনও সমস্যার জন্য, তৃণমূল নেতা শুভজিৎ মণ্ডলের (Subhajit Mandal) সঙ্গে কথা বলতে যায়। সেখানেই পুরনো কোনও ঝামেলার জেরে সেই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হয়। অভিযোগ, তারপরই শুভজিৎ মণ্ডল হুমকি দেয়, এবং বন্দুক বার করে গুলি করে মেরে দেওয়ার ভয় দেখায়।
এলাকাবাসীরা তাঁর হাত থেকে বন্দুক কেড়ে নেয়। এরপর পুলিস এসে বন্দুক উদ্ধার করলেও শুভজিৎ সেখান থেকে পালিয়ে যায়। বিজেপি নেতা পার্থ পালের বক্তব্য, পঞ্চায়েত ভোটের আগেই যদি তৃণমূলের এই কার্যকলাপ হয়, তাহলে ভোটের সময় কী হবে! যদিও তাঁর বিশ্বাস, গ্রামবাসীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, বন্দুক বার করে গুলি করে মেরে দেওয়ার ভয় দেখিয়ে ভোট পাওয়া যাবে না।
পার্থ বাবু জানান, শুভজিৎ আসলে তৃণমূলের দুষ্কৃতী। গ্রামবাসীরা থানায় অভিযোগ জানালেও পুলিস এখনও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বিজেপি নেতা। এই ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি জানান, এই ঘটনায় যে জড়িত থাকবে তার বিরুদ্ধে পুলিস ব্যবস্থা নেবে।