ঘরে শুয়ে ছিলেন বৌমা, মুখ চেপে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! তৃণমূল নেতার কেচ্ছা ফাঁস করলেন গৃহবধূ

বাংলাহান্ট ডেস্ক : পুত্রবধূকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত তৃণমূল নেতা। নিজের শ্বশুরের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করলেন পুত্রবধূ। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা উড়িয়ে দিয়েছেন এই দাবি। এটা পুরোই রাজনৈতিক চক্রান্ত বলে দাবি তাঁর। এর নাকি হাত আছে বিজেপির। গোটা ঘটনায় তোলপাড় হাঁসখালি।

শুধুই শ্বশুর নন, নিজের স্বামীর বিরুদ্ধেও মারধরে ও গৃহস্থ হিংসার অভিযোগ এনেছেন ওই মহিলা। নদিয়ার হাঁসখালি থানায় শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। গৃহবধূ জানান বছর দশেক আগে পরিবার থেকেই দেখাশোনা করে তাঁদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন। শ্বশুর, শাশুড়ি এবং স্বামী মিলে নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেছেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৭ জানুয়ারি শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তবে শ্বশুরবাড়ির আত্মীয়দের অনুরোধে আবার সংসারে ফিরে আসেন।

জানা যাচ্ছে মহিলার শ্বশুর রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। ওই মহিলা জানান, গত ২৩ মে দুপুরে তাঁর শ্বশুর আচমকাই ঘরে ঢোকে এবং বলপূর্বক তাঁকে ধর্ষণের চেষ্টা করে। কোনও রকমে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান ওই মহিলা। লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি তিনি। এরপর মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে গেলে তাঁকে মারধর করে স্বামী। তাঁর উদ্দেশে বলা হয় অশ্লীল ভাষাও। হুমকিও দেয় শ্বশুর বাড়ির লোকেরা।

বিচারের আশায়, হাঁসখালি থানায় ওই গৃহবধূ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত বলেই অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, ‘ওই মহিলা গত তিন বছর যাবৎ আমাদের বাড়িতে থাকেন না। ছেলের সঙ্গে থাকবে না বলে, ডিভোর্সের জন্য মামলাও করেছে। আমি একজন প্রাক্তন স্কুল শিক্ষক। আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এর পিছনে বিজেপির হাত রয়েছে।’

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের দাবি, ‘এ বিষয়ে আমাদের মদত দেওয়ার কোনও দরকারই পরে না। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা তৃণমূলের যারা নেতৃত্ব স্থানীয়, তাদের দ্বারাই একাধিকবার ঘটেছে। ঘটনাটি খুবিই দুঃখজনক। তবে তৃণমূল কংগ্রেসের এটাই সংষ্কৃতি।’


Sudipto

সম্পর্কিত খবর