বিদ্রোহী কুণালের পাশে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী! ভোটের মধ্যেই তৃণমূলে বড় ভাঙন? তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের ‘পুরনো সৈনিক’দের মধ্যে একজন তিনি। দীর্ঘদিন ধরে দলের মুখপাত্র হিসেবে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। তবে চব্বিশের লোকসভা নির্বাচনের মাঝে সেই কুণাল ঘোষকেই (Kunal Ghosh) দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিয়েছে জোড়াফুল শিবির। সেই সঙ্গেই দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে তাঁর নাম। তৃণমূল (Trinamool Congress) পদ কাড়লেও এবার কুণালের পাশে এসে দাঁড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান ব্রাত্য (Bratya Basu)। সেখান থেকে বেরিয়ে সংবামাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। সেখানে কুণাল-তৃণমূল (TMC) ‘সংঘাত’ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কুণাল যার স্বাক্ষরিত চিঠি পেয়েছেন, সেই ডেরেক ও’ব্রায়েন এখনও অবধি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। সেই কারণে আমিও কিছু বলব না। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। ডেরেক যদি কিছু বলে আমি সেটার পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারি’।

এরপর সমঝোতা-সূত্র পাওয়ার আশা প্রকাশ করে ব্রাত্য বলেন, ‘কুণাল আমার সহকর্মী এবং বন্ধু। আমি মনে করি, উনি দলের মধ্যেই আছেন। দল এবং কুণাল কীভাবে বিষয়টি সমঝোতা করবে, সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। তবে জানপ্রাণ দিয়ে দলের মুখপাত্র হিসেবে কথা বলেন কুণাল। আমার বিশ্বাস, এই বিষয়ে একটা সমঝোতা সূত্র ঠিক পাওয়া যাবে। কোনও একটা বন্দোবস্ত ঠিক হবে। তবে এটা আমার আশা মাত্র। কোনও তথ্যের ভিত্তিতে আমি একথা বলছি না’।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি! এর মাঝেই কুন্তলের জীবনে ঘোর দুঃসংবাদ!

উল্লেখ্য, দিনকয়েক আগে একটি রক্তদান শিবিরে গিয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল। সেই সময় তাঁর পাশেই বসেছিলেন তাপস। এই ঘটনার পরেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার জানা যায়, দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়েছে কুণালের নাম।

সম্পূর্ণ ঘটনার জেরে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। ক্যামেরার সামনে দাঁড়িয়েই চোখের জল ফেলতে দেখা যায় তাঁকে। এত দিন দলের হয়ে এত ভাবে লড়াই করার পর এটা তাঁর প্রাপ্য নয় বলে জানান কুণাল। এই প্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘কুণাল বিরোধী প্রার্থীর প্রশংসা করেছেন কিনা আমি জানি না। তবে উনি আমাদের প্রার্থীর জয় চেয়েছেন। কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয় চেয়েছেন’।

Trinamool Congress leader Kunal Ghosh Bratya Basu

উল্লেখ্য, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য শুধু নন, এর আগে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনও কুণালের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দলের প্রতি কুণাল ঘোষের অবদান অনস্বীকার্য। বহুদিন ধরে দলের মুখপাত্র হিসেবে কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন তিনি। এটা তাঁর প্রাপ্য নয়’। আজ ‘বিদ্রোহী’ কুণালের পাশে দাঁড়ালেন ব্রাত্য। শিক্ষামন্ত্রীর আশা মতো তৃণমূল এবং কুণালের মধ্যে সত্যি সমঝোতা সূত্র মেলে কিনা সেটাই এবার দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর