পুজো উদ্বোধনে প্রকাশ্যে চুলোচুলি তৃণমূলে! কনুই যুদ্ধে জড়ালেন নেতারা, হতবাক সাংসদ সুদীপ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পুজো উদ্বোধনী ঘিরে এবার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব। একেই দুর্নীতি মামলায় জেরবার শাসক দল আর এর মাঝেই পুজোকে কেন্দ্র করেও বাদ গেল না বিতর্ক। যদিও অপরদিকে ঘাসফুল শিবিরের দাবি, এ কেবল নিন্দুকদের চক্রান্ত।

ঘটনার সূত্রপাত গতকাল পাথুরিয়াঘাটা এলাকার একটি পুজো উদ্বোধনকে কেন্দ্র করে। এই সংক্রান্ত একটি দৃশ্য সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে ভাইরাল হয়ে উঠেছে; যেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাঁচি হাতে পুজো উদ্বোধন করতে দেখা যায়। তবে এর ঠিক আগের মুহূর্তেই ঘটে যায় বিপত্তি।

সেই সময় সুদীপ বন্দোপাধ্যায়ের নিকট উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর তৃণমূল কংগ্রেস বিধায়ক বিবেক গুপ্ত এবং তৃণমূল কংগ্রেস নেত্রী স্মিতা বক্সীর স্বামী সঞ্জয় বক্সী।

তবে এরপরই দেখা যায়, বিবেক এবং সঞ্জয় কনুই দিয়ে একে অপরকে ঠেলে চলেছেন। পরবর্তীতে সেই নিয়ে বচসা শুরু হলে থামাতে উপস্থিত হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করা গেলেও এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

বিশেষজ্ঞদের মতে, গত বিধানসভা নির্বাচনে স্মিতা বক্সীকে টিকিট প্রদান করেনি তৃণমূল। সেই স্থানে প্রার্থী করা হয় বিবেক গুপ্তকে, যা নিয়েই পরবর্তীতে দ্বন্দ্ব-চরমে ওঠে এবং গতকাল তা থেকেই হয় বিপত্তির সূচনা। যদিও অপরদিকে ঘাসফুল শিবিরের দাবি, এগুলি নিন্দুকদের চক্রান্ত। যদিও এই ঘটনায় দলের অন্দরে দ্বন্দ্বকেই ফুটিয়ে তুলতে তৎপর বিরোধীরা। তাদের মতে, দুর্নীতিতে জেরবার শাসকদলে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে আর গতকালের এ ঘটনা তারই প্রমাণ।

সম্পর্কিত খবর

X