উৎসবের জন্য মোটা টাকা চাঁদা চেয়ে ক্যাফে মালকিনকে হুমকি, গ্রেপ্তার ৫ তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্ক : তোলাবাজি এবং হেনস্থার অভিযোগে যোধপুর পার্কে গ্রেপ্তার তৃণমূল নেতা সহ ৫। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকায়। মোটা অঙ্কে চাঁদা চেয়ে একটি ক্যাফের মালকিনকে হুমকি এবং হেনস্থার অভিযোগে উঠেছে ওই নেতার বিরুদ্ধে। পুরো ঘটনার ভিত্তিতে ওই নেতাদের নামে লেক থানায় অভিযোগ দায়ের করেন যোধপুর পার্কের কাছের একটি নামী কফিশপের মালকিন স্বরলিপি চট্টোপাধ্যায়।

জানা যাচ্ছ, শনিবার রাতে ক্যাফেতে এসে স্বরলিপির কাছে ‘যোধপুর পার্ক উৎসব’ এর জন্য মোটা টাকার চাঁদা দাবী করেন এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা। নিজেদের ওই উৎসবের উদ্যোক্তা বলে দাবি করেন তাঁরা। কিন্তু স্বরলিপি সাফ জানান করোনা পরিস্থিতিতে ব্যবসায় টানের কারণে টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু এই আপত্তিতে কাজ হওয়া তো দূর, বাড়তে থাকে চাপ। টাকার জন্য রীতিমতো চাপ দিয়ে ওই নেতারা বলে যান বুধবারের মধ্যে যেন তাঁদের দাবি করা চাঁদার টাকার চেক তৈরি রাখা হয়।

chiti

এরপর বুধবার রাতে ক্যাফে বন্ধ করে ফেরার পথে স্বরলিপি এবং তাঁর বন্ধুদের পথ আটকান ওই নেতারা। চাঁদার টাকার দাবি করতে থাকেন আবারও। কিন্তু এদিনও টাকা দিতে অস্বীকার করেন মহিলা। এরপরই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন তৃণমূল নেতারা। হুমকির পাশাপাশি চলে অশ্লীল শব্দ প্রয়োগ এবং গালিগালাজও। এমনকি তাঁদের গাড়ির পিছনেও ধাওয়া করা হয়। বুধবার রাতে যাদবপুর থানার সাহায্যে বাড়ি ফেরেন স্বরলিপি। এরপরই বৃহস্পতিবার তিনি লিখিত অঅভিযোগ দায়ের করেন লেক থানায়।

Swaralipi
স্বরলিপি চট্টোপাধ্যায়

স্বরলিপি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘রাতের কলকাতায় কোনও দিন এমন ঘটনা দেখিনি। ওই নেতারা যেভাবে হুঁশিয়ারি দিচ্ছিলেন, তাতে রীতিমতো ভয় পেয়েছিলাম। আমার ক্যাফের ম্যানেজারও ভয় পেয়ে গিয়েছিলেন। আমি লোকাল কাউন্সিলরকে বলেছিলাম। তিনি কিছুই জানেন না বলে প্রথমে গুরুত্ব দেননি। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন। আমি প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন জানাচ্ছি।’
এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অভিযুক্ত নেতাদের ডেকে পাঠিয়ে ব্যাপারটি খতিয়ে দেখার দাবি করেছেন তিনি। অন্যায় প্রমাণিত হলেও উপযুক্ত শাস্তির আশ্বাসও দিয়েছেন কুণাল।

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বিজয় দত্ত নামের এক নেতা সহ আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় যোধপুর পার্ক উৎসব। ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি অবধি হওয়ার কথা ছিল এই উৎসব। ঘটনার জেরে কার্যতই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর