পুজোয় বেড়ানো বাতিল নেতা-মন্ত্রীদের! মানুষের বিপদে পাশে দাঁড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো (Durga Puja) এলেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা-মন্ত্রীরা কলকাতা (Kolkata) ছেড়ে বাইরে ঘুরতে চলে যান। অতীতে একাধিক সময় এহেন অভিযোগ সামনে আসায় এবার রনংদেহী মেজাজে দেখা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় নেতাদের উদ্দেশ্যে তাঁর কড়া নির্দেশ, “কোটি কোটি মানুষের বিপদ হলে কে দেখবে? এবার থেকে পুজো সফর বাতিল করে আপনারা এলাকায় থাকবেন।”

উল্লেখ্য, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কলকাতার পাশাপাশি অন্যান্য একাধিক রাজ্য থেকে বাংলায় লোক আসেন। এক্ষেত্রে যে সময় কলকাতার রাস্তায় লাখ লাখ লোকের জনসমাগম ঘটে, সেই সময় তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রীরা অধিকাংশই পুজো সফরে বেরিয়ে পড়েন। কারোর destination ভিন রাজ্য, তো কেউ আবার পরিবারের সঙ্গে পাড়ি দেন অন্য কোথাও।

তাদের সকলের উদ্দেশ্যেই এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে পুজোর প্রতিটি দিন নিজ এলাকায় প্রতিটি পুজোয় উপস্থিত থাকার পাশাপাশি বিভিন্ন ক্লাব এবং পাড়ায় মানুষের সঙ্গে সময় কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, পূজোর সময় জনসংযোগ গড়ে তোলা।

এদিন পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দলের এমন অনেক সাংসদ এবং বিধায়ক রয়েছেন, যারা পূজোর সময় সফরে বেরিয়ে যান। কিন্তু এর পিছনে কারণ কি? দুর্গাপুজোর সময় কোটি কোটি মানুষের সমাগম ঘটে। সেই সময় যদি কেউ বিপদে পড়ে, তাদের সেখান থেকে উদ্ধার করার দায়িত্ব আমাদের। নাহলে মানুষ কেন ভোট দিচ্ছেন?”

Untitled design 46Untitled design 46

এরপরই সকলের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি যেমন পুজোর সময় কলকাতা ছেড়ে কোথাও যাই না, তেমনি আপনারা এবার থেকে নিজের এলাকায় লোকেদের সঙ্গে মিশবেন।” বিশেষজ্ঞদের মতে, সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে জনসংযোগ গড়ে তুলতে তৃণমূল সরকারের তরফ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়ে চলেছে। এক্ষেত্রে উৎসবের সময় জনসংযোগ গড়ে তোলা সেই পরিকল্পনারই অন্যতম একটি অঙ্গ বলে মনে করা হচ্ছে।

Sayan Das

সম্পর্কিত খবর