দলীয় হুইপ অমান্য! লোকসভার ওয়াকফ বিতর্কে ‘অ্যাবসেন্ট’ তৃণমূলের ৩ সাংসদ, শাস্তি নিয়ে জল্পনা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দলীয় হুইপ জারি করার পরেও পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বশেষ বাজেট অধিবেশনের শেষ দুই দিন গরহাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বহু বিধায়ক। তৃণমূল পরিষদীয় সূত্রের খবর নির্দেশ অমান্য করে অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০। বিগত কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পথে দল। জানা যাচ্ছে বাজেট অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের তালিকায় রয়েছে দুই তারকা সাংসদ দেব এবং শতাব্দী রায়ের নাম। এছাড়াও রয়েছেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়াও। এখন দেখার অনুপস্থিতির জন্য তাঁদের বিরুদ্ধেও কোনো শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা!

কি শাস্তি আছে তৃণমূলের (Trinamool Congress) এই ৩ সাংসদের কপালে?

সূত্রের খবর, ওয়াকফ বিলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধনী লোকসভায় পেশ করার আগে যখন তা নিয়ে আলোচনা চলছে, সেই পর্বেও গরহাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই তিন সাংসদ। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় বিষয়টি সামনে নিয়ে আসেন।

দলের তিন সাংসদদের মধ্যে একমাত্র দেব নাকি আগে থেকে তাঁর অনুপস্থিতির কারণ জানিয়ে ছিলেন। জানা যাচ্ছে, ওই সময় তিনি ঝাড়খণ্ডে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। তবে, বাকি দু’জন কেন উপস্থিত থাকতে পারেননি সেসম্পর্কে তাঁরা দলকে কিছুই জানাননি বলেই দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! নতুন করে ২৩০০ শিক্ষক নিয়োগের পথে রাজ্য

প্রসঙ্গত বিরোধীদের তুমুল আপত্তির মধ্যেই লোকসভার পর রাজ্যসভাতেও ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর মিললেই ওই বিল আইনে পরিণত হবে। কিন্তু এরই মাঝে তৃণমূলের (Trinamool Congress) অন্দরে প্রশ্ন উঠছে অনুপস্থিত তৃণমূল সাংসদরা কি তাহলে ওয়াকফ সংশোধনী বিলের গুরুত্ব বোঝেননি? তাই কি যখন ওয়াকফ বিলের সংশোধনী লোকসভায় পেশ করার আগে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, সেই পর্বে অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এই তিন সাংসদ? সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, দলের এই তিন সাংসদের অনুপস্থিতিতে নাকি দলীয় নেতৃত্বের একাংশ ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন।

Trinamool Congress

কোচবিহারের জগদীশ বর্মা বাসুনিয়া প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন পারিবারিক কারণেই তিনি ওই সময় লোকসভায় হাজির হতে পারেননি। ওই দিনই যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা করা হবে এবং বিলটি পেশ হবে তা নাকি তিনি জানতেন না! তিনি আগে থেকে জানলে অবশ্যই সংসদে উপস্থিত থাকতেন বলে জানিয়েছেন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X