সবাইকে পকেট মানি, নির্বাচনী ইস্তাহার প্রকাশে বললেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের জন্য আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহার প্রকাশ আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আচমকাই মুখ্যমন্ত্রী সঙ্গে দুর্ঘটনা ঘটে যাওয়ায় ইস্তেহার প্রকাশে কদিন দেরি হল। জানুন কি কি প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান…

  • রূপশ্রী, কন্যাশ্রী আর স্বাস্থ্যসাথী আগামী দিনেও চলবে। স্বাস্থ্যসাথী প্রকল্প আরও সরলীকরণ করা হবে।
  • বিধবা এবং প্রতিবন্ধীদের সাহায্য করা হবে।
  • ১০ লক্ষ MSME করা হবে।
  • জঙ্গলমহল শিল্পনগরীর জন্য ৬৪ হাজার কোটি টাকার প্রকল্প হবে।
  • বাংলা আবাস যোজনায় ২৫ লক্ষ অতিরিক্ত বাড়ি হবে।
  • দ্বাদশ শ্রেণীর ১০ হাজার পড়ুয়াদের ট্যাব দেওয়ার প্রকল্প চলবে।
  • পাহাড়ে শান্তি বজায় রাখতে স্পেশ্যাল ডেভলপমেন্ট বোর্ড গঠন হবে।
  • প্রতিটি পরিবারের মাসিক আয় সুনিশ্চিত করা হবে।
  • দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে।
  • জেনারেল ক্যাটাগরিদের মাসে ৫০০ টাকা করে নুন্যতম আয়।
  • বাকিদের জন্য মাসিক ১০০০ টাকা নুন্যতম আয়।
  • কৃষকদের মাসে দেওয়া হবে ১০ হাজার।
  • পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কোনও জামিনদার লাগবে না। মিলবে ১০ লক্ষ টাকার ঋণ।

Koushik Dutta

সম্পর্কিত খবর