বাংলাহান্ট ডেস্ক : জুন মালিয়া, সায়নী ঘোষ, মহুয়া মৈত্রর মতো তৃণমূলের তারকা প্রার্থীরা এবার বিপুল ভোটে জয়লাভ করেছেন লোকসভা নির্বাচনে। তবে সংসদে গিয়ে এ কী অবস্থা হল তাঁদের! কেউ ঢুলু ঢুলু চোখে ঝিমোচ্ছেন, আবার কেউ ঘুমিয়ে রীতিমতো কাদা। আর এই ছবি দেখেই একের পর এক মিমে ভাসছে সোশ্যাল মিডিয়া।
সংসদের (Parliament) অধিবেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ (Members of Parliament) মহুয়া মৈত্র, জুন মালিয়া এবং সায়নী ঘোষ। তবে এই তিনজনের মধ্যে মহুয়া মৈত্র ও সায়নী ঘোষ আরাম করে নিদ্রা দিচ্ছেন। তাঁদের মাঝখানে জুন মালিয়া জেগে রয়েছেন। এই ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ট্রোলিং।
আরোও পড়ুন : “একটা কাক মেরে ঝুলিয়ে দাও! বাকিরা সেই ভয়ে আর আসবে না…” হঠাৎ এমন কেন বললেন মমতা?
এক ব্যবহারকারী যেমন এই ছবি দেখে লিখেছেন, ‘টিফিনের পর যখন টিচার লেকচার দেন আমার অবস্থা।’ আবার একজন নেট ব্যবহারকারীর বক্তব্য, ‘টিচার যখন কন্টিনিয়াম থিওরি পড়ান তখন আমি এবং আমার ব্যাক বেঞ্চের বন্ধুরা।’ মজার ছলে একজন আবার লিখেছেন, ‘দুই পাশে কৃষ্ণনগর আর যাদবপুর ঘুমিয়ে, মাঝে জেগে মেদিনীপুর।’
এই ছবি ভাইরাল হতেই তৈরি হচ্ছে একের পর এক মিম। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন সায়নী ঘোষ। মেদিনীপুর আসন থেকে তৃণমূলের হয়ে লড়ে জয়লাভ করেন জুন মালিয়া। অপরদিকে, বারংবার বিতর্কের শীর্ষে থাকা মহুয়া মৈত্র তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন কৃষ্ণনগর থেকে।