বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের শাসক দল তৃণমূলের (Trinamool Congress) অন্দরে মাঝেমধ্যেই প্রকট হয়ে উঠছে গোষ্ঠী-কোন্দলের ছবি। সম্প্রতি দলের মন্ত্রীদের সম্পর্কে প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করে সেই জল্পনা আরও একবার উস্কে দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। তাঁর সেই ভিডিও নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। বিধায়কের বক্তব্যের টুকরো ভিডিওর সাথে নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ার পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না।
তৃণমূল (Trinamool Congress) বিধায়ক অসিত মজুমদারকে বেলাগাম আক্রমণ বেচারামের
সোশ্যাল মিডিয়া পোস্টে বেচারাম মান্না (Becharam Manna) নাম না নিয়েই বর্ষীয়ান বিধায়ক অসিত মজুমদারকে চরম কটাক্ষ করেছেন। সেইসাথে তাঁর সম্পর্কে না জেনে সমাজ মাধ্যমে উল্টো-পাল্টা মন্তব্য করায়, তিনি কবে থেকে তৃণমূলে (Trinamool Congress) রয়েছেন সেই প্রমাণ তুলে ধরেছেন। এদিন ওই ফেসবুক পোস্টে সিঙ্গুর ২ নং গ্রাম পঞ্চায়েত থেকে একটি শংসাপত্রও শেয়ার করে নিয়েছেন তিনি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন বিধায়ক অসিত মজুমদার। সাফাই তিনি জানিয়েছেন কর্মীদের মনোবল বৃদ্ধি করার উদ্দেশ্যেই নাকি তিনি ওই ওই মন্তব্য করেছিলেন। বেচারাম মান্নার পোস্টের বিষয়ে জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমে তিনি বলেছেন,’ভুল বুঝছে বেচা। আর তাছাড়া পুরো ভিডিওটা পোস্ট করা উচিত ছিল, তাহলে বোঝা যেত আমি সেখানে কী বলেছি। কয়েক সেকেন্ড এডিট করে ভিডিওটা দেওয়া হয়েছে। তবে আমি কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এসব বলেছি।’
আরও পড়ুন: মান্যতা পেল না বিরোধীদের আপত্তি! গভীর রাতে লোকসভায় পাশ হল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল
তৃণমূল (Trinamool Congress) বিধায়ক অসিত মজুমদার এদিন একইসাথে জানিয়েছেন ‘বেচা আমাদের দলের সম্পদ। মনে ব্যথা দেওয়ার জন্য কাউকে কিছু বলিনি। স্নেহাশিসও আমাদের দলের সম্পদ। ওরা সবাই আমার থেকে বয়সে অনেক ছোট। আমি হাতে করে স্নেহাশিসকে দলে এনেছি। ওদের দু’জনকে আমি স্নেহ করি।’
ভিডিওতে কি মন্তব্য করেছিলেন অসিত মজুমদার?
প্রসঙ্গত সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসা ভিডিওতে অসিত মজুমদারকে বলতে শোনা গিয়েছে,’বেচা মন্ত্রী। স্নেহাশিস মন্ত্রী। ইন্দ্রনীল মন্ত্রী। এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। বেচা সিপিএম করত। ট্রেড ইউনিয়ন করত হাফ প্যান্ট পরে।’