বাংলা হান্ট ডেস্কঃ লক্ষীবারে একধাক্কায় চাকরি গিয়েছে ২৬০০০ জনের। SSC নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। দুর্নীতি ইস্যুতে ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় মহা চাপে তৃণমূল সরকার (Trinamool Congress)। বৃহস্পতিবার সুপ্রিম রায় মিলতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘গোপন’ বৈঠকে তৃণমূলের তিন হেভিওয়েট-Trinamool Congress
সাংবাদিক বৈঠক থেকে বিচারব্যবস্থা, বিরোধীদের তোপ দাগার পাশাপাশি চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা। সমাধানসূত্র খুঁজে বের করতে উদ্যত হয়েছে SSC. এরই মধ্যে সূত্রের খবর, ২৬০০০ চাকরি বাতিল হতেই তড়িঘড়ি বৈঠকে বসেছেন রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রী। এদিন দক্ষিণ কলকাতায় বৈঠক করেন তারা।
জানা যাচ্ছে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও আরও এক মন্ত্রী হঠাৎ বৈঠকে বসেছেন। কিন্তু তাদের এই জরুরি বৈঠকের কারণ কি? তা অবশ্য স্পষ্ট নয়। উল্লেখ্য, যে সময়ের দুর্নীতির জেরে হাজার হাজার চাকরি চলে গেল সেই সময় শিক্ষামন্ত্রীর পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি জেলবন্দি।
২০২২ সালে এসএসসি নিয়োগ দুর্নীতির জেরেই ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। সেই থেকে নিয়োগ মামলায় ধাক্কা খেতে শুরু করে রাজ্য। এরপর একে একে একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে। গ্রেফতার যারা হয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন শাসকদলের। যদিও বর্তমানে অনেকেই জামিনে মুক্ত। পার্থও জেলমুক্তির জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এরই মধ্যে ২৬০০০ চাকরি বাতিলে নতুন করে বিড়ম্বনায় মমতা সরকার! তাই শুরু হয়েছে ছুটোছুটি।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাকরিহারাদের টাকা ফেরত দেওয়া হোক’! ২৬০০০ কাণ্ডে বড় দাবি সুকান্তর
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চাকরি দুর্নীতির দায়ে জেরবার শাসকদল। কেউ কেউ অতীতে ত্রিপুরার প্রসঙ্গও তুলে দিচ্ছেন। তাই এই পরিস্থিতিতে কোন পথে এগোনো যায় তা খুঁজে বের করতেই তিন মন্ত্রীর এই গোপন বৈঠক বলে জল্পনা। মমতা গতকালই জানিয়েছেন আগামী ৭ এপ্রিল তিনি চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেই নিয়েও এই গোপন বৈঠক হতে পারে বলে শোনা যাচ্ছে।