বাংলা হান্ট ডেস্কঃ শাসক বনাম বিরোধী তরজা তুঙ্গে। অতীতেও একাধিক সময় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা মন্ত্রীদের সঙ্গে বাকযুদ্ধে জড়াতে দেখা যায় বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। সেই ধারা বজায় রেখেই এবার দিলীপবাবুর বিরুদ্ধে চরম কটাক্ষ করে বসলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি (Ajit Maity)। তৃণমূল নেতার হুঁশিয়ারি, “ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হোক দিলীপ ঘোষকে।” তাঁর এই মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
অতীতে একাধিক সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় দিলীপ ঘোষকে। আবার অপরদিকে, বিজেপি সাংসদকে উদ্দেশ্য করে কটাক্ষ ছুড়ে দেয় ঘাসফুল শিবির। বর্তমানে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল বিধায়ক অজিত মাইতির বক্তব্য সেই বিতর্ক আরো উস্কে দিল।
উল্লেখ্য, সম্প্রতি বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে দেখামাত্রই ‘চোর চোর’ বলে আক্রমণ শানাতে থাকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি ‘গো ব্যাক’ স্লোগান পর্যন্ত দেওয়া হয়। এক্ষেত্রে ১০০ দিনের কাজে কেন্দ্রের দ্বারা রাজ্যকে বঞ্চনা করার জন্য দিলীপবাবুকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে মানুষ। এক্ষেত্রে তৎক্ষণাৎ মেজাজ হারিয়ে ফেলেন তিনি এবং পরবর্তীতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “সকাল সকাল চোরদের মুখ দেখতে হল। বুকে পা তুলে দেব।”
বর্তমানে দিলীপবাবুর এহেন হুঁশিয়ারির বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বসেছেন অজিত মাইতি। পশ্চিম মেদিনীপুরে কোশিয়ারি রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগদান করে অজিত মাইতি বলেন, “হাতি যখন পাগলা হয়ে যায়, তখন তাকে যেভাবে ঘুম পাড়ানি গুলি দিয়ে কাবু করা হয়; ঠিক সেরকমভাবে দিলীপ ঘোষকে কাবু করা হবে।” তাঁর এই মন্তব্যে চাঞ্চল্য পড়ে গিয়েছে গোটা বাংলায়।
প্রসঙ্গত, অতীতেও একাধিক সময় ১০০ দিনের কাজের পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা এবং আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য একাধিক নেতা মন্ত্রীদের। এই সকল ইস্যুকে সামনে এনে সম্প্রতি দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল কর্মী সমর্থকরা। সেই প্রসঙ্গকে হাতিয়ার করে দিলীপবাবুর কটাক্ষ আর বর্তমানে তৃণমূল বিধায়ক অজিত মাইতির হুঁশিয়ারি মাঝে সরগরম হয়ে উঠল বঙ্গ রাজনীতি।