বাংলা হান্ট ডেস্কঃ শনিবার জন্মদিন ছিল দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। আর সেই জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ৫০ ভরির রুপোর মুকুট পরানো হয়। শনিবার উদয়নবাবুর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বিধায়ক উদয়ন গুহকে রাজকীয় ভাবে সম্মান জানান।
উদয়ন গুহর জন্মদিন উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানে হাজির ছিলেন কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈভব ছেড়ে দলের নেতা, বিধায়ক, সাংসদদের সাধারণ জীবন যাপন করতে বলছেন, অন্যদিকে তাঁর নির্দেশ অমান্য করে এভাবে রাজকীয় সম্মান বিতর্ক বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
তবে, এই প্রথম না যে উদয়ন গুহকে নিয়ে এমন বিতর্কের সৃষ্টি হল। এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই নেতা। পুরভোটের আগে সরকারি সুবিধা নিয়ে ভোট না ব্যক্তিদের জন্য ‘দুয়ারে প্রহার” প্রকল্প চালু করার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।
পাশাপাশি, রাজ্যে বিএসএফ-র এক্তিয়ার বাড়ানো নিয়ে বিধানসভায় উদয়নবাবু সীমান্তরক্ষীদের কার্যত ধর্ষক বলেই আখ্যা দিয়েছিলেন। সেই সময়ও তাঁকে নিয়ে বহু বিতর্কের সৃষ্টি হয়। যদিও, কোনদিনও তিনি না নিজের গায়ে মাখাননি। আর এবার ফের নতুন বিতর্কে জড়ালেন দিনহাটায় রেকর্ড ভোটে জয়লাভ করা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।