‘আগ্রহী নই, প্রথম থেকেই..’, বিধানসভা ভোটের আগেই রাজনীতি ছাড়ার ইঙ্গিত তৃণমূলের এই ‘হেভিওয়েটের’

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলে বিধানসভা নির্বাচন (Assembly Election)। ইতিমধ্যেই শাসক শিবিরে (Trinamool Congress) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সিংহাসন ধরে রাখার লড়াই। এই আবহেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। তাহলে কী এবারে আর ভোটে লড়বেন না এই তারকা রাজনীতিক? প্রশ্ন রাজনৈতিক মহলে।

ঠিক কী বললেন তৃণমূলের এই ‘হেভিওয়েট’? Trinamool Congress

রবিবার বারাসত পুরসভার এক জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন চিরঞ্জিত। সেখান থেকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। আমার মনে হয় এখন সময় এসেছে হস্তান্তরের। এখন আমি নিজের মতো বাঁচতে চাই।’ রাজনীতিতে যে তার কোনও ইন্টারেস্ট নেই সেটাও পরিষ্কার করলেন।

তারকা বিধায়ক আরও বলেন, “আমি ১৫ বছর এখানে (বারাসতে) আছি। মানুষের সঙ্গে মিশলাম, ভালো-মন্দে থাকলাম। প্রথমবারটা সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল। কিন্তু দ্বিতীয়, তৃতীয়বার তো সেটা হবে না। মানুষ আমাকে যাচাই করেছে। বারাসতের মানুষ আমাকে পছন্দ করে, সম্মান করে আমি বুঝেছি। সে কারণেই আমাকে রাখা হয়েছে।”

আরও পড়ুন: ইউনূসের ‘অতি চালাকি’র ফল, ভারতের এক ঘোষণায় কোটি কোটি টাকা খুইয়ে মাথায় হাত বাংলাদেশের

কিন্তু একই সাথে চিরঞ্জিত আরও বলেন, “আমার অনেক বয়স হয়েছে। এখন আমি নিজের মতো বাঁচতে চাই। আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের।” তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধও করেছি। উনি বলেছেন এখনও এক বছর বাকি আছে। উনি কী সিদ্ধান্ত নেবেন তা একমাত্র উনিই জানেন।”

chiranjeet chakraborty

ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

চিরঞ্জিত বলেন, “এবার মুখ্যমন্ত্রী যদি আমাকে বলেন থাকতেই হবে, ছাড়বেন না, আমার থাকার প্রয়োজন আছে, তাহলে আমি ভাবব।” তারকা বলেন, “যারা রাজনীতিতে আগ্রহী, যারা রাজনীতি করতে চান, এটা যাঁদের কাজ, তাঁদেরই এই কাজটা উচিত। প্রথম থেকেই এই কথাটা বলে আসছি। আমি রাজনীতিতে আগ্রহী নই। আমার কাজ সিনেমা করা।” তবে কী কারণে চিরঞ্জিত রাজনীতি থেকে একেবারে সরে আসতে চাইছেন সেই নিয়ে নানা মহলে জল্পনা চলছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X