বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। ইতিমধ্যেই সেই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। এদিকে তার আগে বারংবার শিরোনামে উঠে আসছে শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) গোষ্ঠীকোন্দলের খবর। সাম্প্রতিক অতীতে একাধিকবার সামনে এসেছে এমন ঘটনা। এবার যেমন দলীয় কর্মীর মা-ভাইকে ছুরির কোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে।
শহরে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল (Trinamool Congress)!
সোমবার এই ঘটনাটি ঘটেছে শহর কলকাতার বেলেঘাটায়। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৩৪ নম্বর ওয়ার্ডের রাসমণি বাজারের এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজু নস্করের বিরুদ্ধে। গতকাল তৃণমূল কর্মী বাপি দাসের বাড়িতে ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই সময় বাড়িতে ছিলেন না বাপি। তখন তাঁর মা ও ভাইকে অভিযুক্ত ছুরির কোপ মারেন বলে খবর।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকা দখলের লড়াই ঘিরেই এই কাণ্ড ঘটানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। তৃণমূল (Trinamool Congress) কর্মীর বাড়িতে ছুরি নিয়ে হামলা চালানোর এই ঘটনার পর থমথমে বেলেঘাটা এলাকা।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে জুড়ল এক জেরক্সের দোকানের নাম! CBI-এর এক দাবিতে তোলপাড় বাংলা
এই হামলার ঘটনা প্রসঙ্গে তৃণমূল কর্মী বাপি দাসের অভিযোগ, গতকাল তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে না পেয়ে মা এবং ভাইকে ছুরির কোপ মেরে পালিয়ে যায় রাজুর ঘনিষ্ঠ সৌরভ দাস। এই বিষয়ে রাজুর অবশ্য দাবি, পারিবারিক বিবাদের কারণে ঘটনা ঘটেছে। বেলেঘাটা থানার পুলিশের তরফ থেকেও ওই একই দাবি করা হয়েছে। তৃণমূল বিধায়কের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীকোন্দলের খবর। এবার খাস কলকাতায় রক্তারক্তি কাণ্ড ঘটল। ছুরি নিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে। ছাব্বিশের ভোটের আগে এসব ঘটনায় শাসকদলের অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।