‘এটা বিরিয়ানি খাওয়ার সম্মেলনী’! দলের বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর

বাংলা হান্ট ডেস্কঃ জীবনকৃষ্ণ সাহার পর হুমায়ুন কবীর। নিজের বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে ডাক পেলেন না স্থানীয় বিধায়ক। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন ভরতপুরের MLA। হুমায়ুন (Humayun Kabir) বলেন, ‘বিরিয়ানির লোভ দেখিয়ে অনুষ্ঠানে লোক জমায়েত করা হয়েছে’।

  • বিজয়া সম্মেলনীতে ডাক না পাওয়া প্রসঙ্গে বিস্ফোরক হুমায়ুন কবীর (Humayun Kabir)

ভরতপুর ১ ও ভরতপুর ২ ব্লক সভাপতির উদ্যোগে মঙ্গলবার বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বহরমপুরের তৃণমূল (Trinamool Congress) সাংসদ ইউসুফ পাঠান, তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ-বহরমপুরের সাংগঠনিক জেলা সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা। তবে দেখা মেলেনি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের।

ইতিমধ্যেই এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন হুমায়ুন (Humayun Kabir)। তৃণমূল বিধায়ক বলেন, ‘এটা বিজয়া সম্মেলনী নয়, এটা তো বিরিয়ানি খাওয়ানোর সম্মেলনী। কারণ কোনও সাধারণ মানুষ এনাদের ডাকে ভালোবেসে এখানে আসবেন না। সেই কারণে বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে লোক আনা হয়েছিল। আমার অবশ্য বিরিয়ানি লোভ নেই’।

আরও পড়ুনঃ অন্যের পুকুরে ছট পুজো! বিজ্ঞাপন দিত KMDA! মামলা হতেই বিরাট নির্দেশ হাইকোর্টের

এখানেই শেষ নয়! এরপর দলের একাংশের বিরুদ্ধেই তোপ দেগে হুমায়ুন বলেন, বিরিয়ানি বানানোর পোলট্রি ফার্ম থেকে জোর করে ২০% ছাড়ে মুরগি কেনা হয়েছে। এদিকে হুমায়ুনকে দলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে না ডাকা প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ভরতপুর ২ ব্লকের তৃণমূল (TMC) সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ‘বিজয়া সম্মেলনীতে না ডাকার রেওয়াজ হুমায়ুন কবীর নিজে তৈরি করেছেন। সালার স্টেশনের কাছে গত ২০ অক্টোবর উনি নিজের অনুগামীদের নিয়ে একটি বিজয়া সম্মেলনী করেন। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে, সহ সভাপতি ত্রিস্তরীয় পঞ্চায়েতের শীর্ষ নেতৃত্ব কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই কারণে আমাদের অনুষ্ঠানেও ওনাকে বলা হয়নি’।

Humayun Kabir TMC

এদিকে জেলা তৃণমূল নেতৃত্বের অন্দরের খবর বলছে, ভরতপুরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এবং জেলা নেতৃত্বকে যোগ না দেওয়ার জন্য একদা নাকি চাপ তৈরি করেছিলেন ভরতপুরের বিধায়ক। তবে রাজ্য নেতৃত্বের অনুমোদনে ব্লক সভাপতিদের বিজয়া সম্মেলনীতে হাজির হন সাংসদ এবং শীর্ষ নেতৃত্ব। এই বিষয়ে হুমায়ুন (Humayun Kabir) বলেন, আমায় যাতে অসম্মান না করা হয় এবং ব্লক সভাপতির ডাকে সাংসদ যাতে ওই অনুষ্ঠানে যোগ না দেন সেই অনুরোধ করেছিলাম। আমায় উপেক্ষা করা হল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর