বাংলা হান্ট ডেস্কঃ পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ চলছে জেলায় জেলায়। কখনও রাজ্যের মন্ত্রীর বাড়িতে হুজ্জুতি করছেন তৃণমূলের নেতা, কর্মীরা। আবার কখনও রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তবে এই নিয়ে আমল দিতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর করা তালিকাই শেষ তালিকা।
আর এরই মধ্যে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রবিবার তিনি নাম না করে তৃণমূলের সাংসদ সৌগত রায়কে তুলোধোনা করার পর সোমবার পার্থচট্টোপাধ্যায়কে আক্রমণ করেন।
মদনবাবু স্পষ্ট জানিয়ে দেন যে, আসন্ন পুরভোটে দলের প্রার্থী বাছাই একদম ঠিক হয়নি। মদনবাবু এও বলেন যে, পার্থ চট্টোপাধ্যায় দলের লোকেদেরই চেনেন বলে মনে হয় না। মদনবাবু বলেন, তৃণমূল কংগ্রেসে বিজেপি আর কংগ্রেসের কালচার ঢুকে পড়েছে। কিছু সুযোগ সন্ধানী মানুষ দলকে ভাঙার আপ্রাণ চেষ্টা করে চলেছেন। পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকে রাস্তায় রাস্তায় অবরোধ হচ্ছে, আগুন জ্বলছে, বোমা পড়ছে, গুলি চলছে, কারা এসব করাচ্ছে?
যদিও, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলের বিধায়ক মদন মিত্রকে পাটটা দিতে নারাজ। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, তিনি মদন মিত্রকে নিয়ে কিছু বলতে চাননা। অন্যদিকে, মদনবাবু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়-র স্তুতি গেয়ে বলেন, ওনারা রাস্তায় নামলে সব ঠিক হয়ে যাবে। কিছু নাটের গুরু দলের সমস্যা বাড়াচ্ছে।