BJP বিধায়কের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান! ছবি দেখিয়ে তুমুল আক্রমণ TMC MLA-র

বাংলা হান্ট ডেস্ক : দুদিন আগেই পুলিসেরর ভূমিকায় প্রশ্ন তুলে ছিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। কাঁকসার তৃণমূল (TMC) নেতার মাথায় পুলিসকর্মীর ছাতা ধরে থাকার ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, ‘আরও এক উদাহরণ, যাতে বোঝা যাচ্ছে মমতার (Mamata Banerjee) পুলিস কতটা পক্ষপাতদুষ্ট। কিছু আধিকারিক আঞ্চলিক দল তৃণমূলের (Trinamool Congress) রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করছেন, মনোনয়ন প্রত্যাহার না করায় কিছু জন বিজেপি (Bharatiya Janata Party) প্রার্থীদের মারধর করছে এবং মঞ্চে তৃণমূল নেতা বক্তব্য রাখার সময় কেউ দাসের মতো ছাতা ধরে রাখে।’

এবার একই ঘটনা ঘটল দুর্গাপুরে। তবে এবার বিজেপি বিধায়কের মাথায় ছাতা ধরতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে। আর সেই নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপিকে রীতিমতো তুলোধোনা করলেন বর্ধমানের পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন। সেই ছবি মুহুর্তের মধ্যে ভাইরালও হয়ে যায়।

তৃণমূল বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সামনের সারিতে চেয়ারে বসে রয়েছেন বিজেপির নেতা ও বিধায়ক। তাঁদের পিছনে উর্দি পরে ছাতা ধরে রয়েছেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এই ছবিই ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।

https://twitter.com/bhumiputranaren/status/1675442910001790977?s=48&t=H-35pzf62xpOvQoyCyAm4w 

তৃণমূল বিধায়ক ছবির সঙ্গে লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনীর এক পুলিস আধিকারিক ফাঁকা পরিষ্কার আকাশের নিচে বিজেপি বিধায়কের মাথায় ছাতা ধরে বসে রয়েছেন। বিজেপি বিধায়কের নাম লক্ষণ গড়াই।’ এরপরই নরেন্দ্রনাথ সরাসরি তোপ দাগেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, ‘শুভেন্দু তো জ্ঞান দেন কিভাবে পুলিস কাজ করবে। তাহলে এক্ষেত্রে তিনি নিশ্চুপ কেন?’

তৃণমূল বিধায়ক আরও লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে যখন বিজেপি নিজের ইচ্ছামত ব্যবহার করছে তখন বিরোধী দলনেতা প্রতিবাদ কেন করছেন না? যারা কাচের ঘরে বাস করে তাদের অপরের বাড়ির দিকে ঢিল ছোড়া উচিত নয়।’

আগের ঘটনায় শুভেন্দু লিখেছিলেন ‘ভিডিওতে দেখুন, একজন পুলিসকর্মী ছাতা ধরে আছেন, যখন পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের টিএমসি ট্রেড ইউনিয়ন নেতা প্রভাত চট্টোপাধ্যায় মঞ্চে রাজনৈতিক ভাষণ দিচ্ছেন।’ তবে এদিন নরেন্দ্রনাথ চক্রবর্তীর টুইট নিয়ে ত্ণমূল বা বিজেপি কোনও পক্ষ থেকেই কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর