রাজ্যে অষ্টম! ঘাটালের মেধাবী ছাত্রকে ফোন করলেন দেব! কী বললেন TMC সাংসদ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। প্রত্যেকবারের মতো এবারও ফল ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবারের মেধাতালিকার প্রথম দশে মোট ৬৬ জন পরীক্ষার্থী স্থান করে নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন ঘাটালের অরিত্র সাঁতরা। এবার তাঁকেই ফোন করে শুভেচ্ছা জানালেন স্থানীয় তৃণমূল (Trinamool Congress) সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (Dev)। অরিত্র রাজ্যের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছেন।

অরিত্রকে ফোন করে কী বললেন দেব (Dev)?

চলতি বছরের মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের আদৃত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র আদৃত। অন্যদিকে ৬৮৮ পেয়ে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী অরিত্র সাঁতরা। নিজ লোকসভা কেন্দ্রের পড়ুয়ার এই সাফল্যে আনন্দিত দেব। সোজা তাঁকে ফোন করে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ।

জানা যাচ্ছে, শনিবার দুপুরে অরিত্রর বাড়িতে উপস্থিত হন ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। সেই সঙ্গেই ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি সহ আরও অনেকে এদিন এই মেধাবী ছাত্রের বাড়ি যান। সেখানেই ফোনের মাধ্যমে রাজ্যে অষ্টম স্থানাধিকারী অরিত্রকে শুভেচ্ছা জানান দেব।

আরও পড়ুনঃ ফাঁকিবাজি অতীত! কর্মীদের জন্য চালু হল বায়োমেট্রিক হাজিরা! বাড়ছে অসন্তোষ

এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ (Madhyamik Result 2025) করেছে পর্ষদ। এবার ৮৬.৫৬% পড়ুয়া পাশ করেছে। গত বছরের তুলনায় এই বছর পাশের হার বেশি।

TMC MP Dev

অন্যদিকে দেবের (Dev) কথা বলা হলে, অভিনয়ের পাশাপাশি রাজনীতির দুনিয়াতেও ব্যাপক সফল তিনি। চব্বিশের লোকসভা ভোটেও তৃণমূলের টিকিটে ঘাটাল থেকে জয়ী হয়েছেন। এবার নিজের লোকসভা কেন্দ্রের ছাত্র মাধ্যমিকে তুখোড় রেজাল্ট করতেই ফোন করে শুভেচ্ছা জানালেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X