হাসপাতালে ভর্তি কাছের মানুষ! আবেগপ্রবণ সায়নী লিখলেন, তোমার নামেই যত…

বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালে ভর্তি যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) বাবা। সম্প্রতি সমাজমাধ্যমে নিজেই একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল নেত্রী। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে তাঁর বাবা সমর ঘোষ। পাশে দাঁড়িয়ে রয়েছেন সায়নী। ক্যাপশনে লেখা একটি আবেগঘন বার্তা।

  • কী হয়েছে সায়নীর (Saayoni Ghosh) বাবার?

শোনা যাচ্ছে, সপ্তাহ খানেক আগে আচমকাই বাড়িতে অজ্ঞান হয়ে যান সমরবাবু (Samar Ghosh)। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। তাঁর ঠিক কী হয়েছে সেটা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি। তবে তৃণমূল সাংসদের বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে খবর। বিশিষ্ট পালমোনোলজিস্ট তথা চিকিৎসক দেবরাজ যশের তত্ত্বাবধানে আছেন।

 

View this post on Instagram

 

A post shared by Saayoni Ghosh (@sayanigh)


রিপোর্ট বলছে, সায়নীর বাবা এখন আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন। তৃণমূল (Trinamool Congress) সাংসদের শেয়ার করা ছবিতেও দেখা যাচ্ছে, হাসিমুখে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তাঁর বাবা। সায়নীর ঠোঁটের কোণাতেও রয়েছে এক চিলতে হাসি।

আরও পড়ুনঃ লুকিয়ে থেকেও পুড়ল কপাল! কোমরে দড়ি পরিয়ে TMC নেতাকে নিয়ে গেল কেন্দ্রীয় এজেন্সি

বাবার সঙ্গে এই ছবি শেয়ার করে সায়নী ক্যাপশনে লিখেছেন, ‘কারণে অকারণে, নিষেধে বা বারণে/ তোমার নামেই যতো জোছনা নিলাম/ ভেতরে বাহিরে, দহনে বা ধারণে/ আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম’।

Trinamool Congress MP Saayoni Ghosh father Samar Ghosh hospitalized

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই মাতৃহারা হয়েছেন সায়নী (Saayoni Ghosh)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসা চলছিল। ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল নেত্রীর মা। গত ২৭ জানুয়ারি নিজের জন্মদিনের দিন মায়ের শ্রাদ্ধকর্ম করেছিলেন যাদবপুরের সাংসদ। গত বছর থেকেই সায়নীর মা অসুস্থ ছিলেন বলে খবর। জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচনী প্রচারের কর্মসূচি বাতিল করেছিলেন তিনি। মায়ের শরীর খারাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল নেত্রী। তবে কখনও মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি তাঁকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর