বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও কাণ্ডের পর জোরালো প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধূলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)। এই সামরিক অভিযানের পর কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল বিরোধীরা। এবার এই অপারেশনের প্রশংসা করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ক্যালকুলেটিভ’ তকমা দিয়ে তিনি বলেন, যুদ্ধের সঙ্গে আবেগকেও জুড়ে দেওয়া হয়েছে।
অপারেশন সিঁদুর নিয়ে আর কী কী বললেন শতাব্দী (Satabdi Roy)?
শতাধিক জঙ্গিকে নিকেশ করে পহেলগাঁওয়ে নিরীহ ২৬ জনকে খুনের বদলা নিয়েছে ভারত। মাত্র ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে তছনছ হয়ে যায় ৯টি জঙ্গি ডেরা। এবার সেই অভিযানেরই প্রশংসা করলেন বীরভূমের এমপি।
শতাব্দী বলেন, ‘মোদীজি এমনিতে অন্যদিকেও ক্যালকুলেটিভ। কোথায় আবেগ কাজ করবে, কোথায় মানুষ আঘাত হবে উনি সেটা ভীষণ ভালো বোঝেন। সিঁদুর শব্দটা প্রচণ্ড অর্থবহ। যেখানে সব অর্থে সিঁদুরকেই শেষ করা হয়েছে। সেখানে অপারেশন সিঁদুর, মহিলাদের দিয়ে সেই অপারেশন করা, পুরোটাই একটা ধারণা তৈরি করেছে’।
আরও পড়ুনঃ মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা! অপারেশন সিঁদুরের পর বড় জঙ্গি নেতাকে ধরে ফেলল ভারত
তৃণমূল (Trinamool Congress) সাংসদ বলেন, ‘যুদ্ধের সঙ্গে আবেগকেও যুক্ত করা হয়েছে আর তাতে মানুষ অনেকটা বেশি সাহস পেয়েছে। সিঁদুর কোথায় আমাদের আবেগ, আমাদের সমাজ, সম্পর্কের সঙ্গে যুক্ত সেটা ফের প্রমাণিত হয়েছে’।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) ২৬ জনকে খুন করেছিল জঙ্গিরা। বেছে বেছে হিন্দুদের টার্গেট করে তারা। মুছে যায় বহু মহিলার সিঁথির সিঁদুর। তারপর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুর শুরু হয়।
রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, অপারেশন সিঁদুর শেষ হয়নি। এই অভিযান স্রেফ স্থগিত আছে। পাকিস্তানের প্রত্যেকটি পদক্ষেপের দিকে নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এবার এই অপারেশন সিঁদুরকে প্রশংসায় ভরালেন শতাব্দী (Satabdi Roy)। যুদ্ধের সঙ্গে আবেগকেও জুড়ে দেওয়া বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ।