বাংলাহান্ট ডেস্ক : সোমবার জোরকদমে চলছিল লোকসভার অধিবেশন। আর সেই অধিবেশন চলার সময় ঘটে গেলে এক ভয়ঙ্কর বিপত্তি। হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায় (Saugata Roy)। লোকসভা অধিবেশন শেষে সংসদ থেকে বেরোনোর সময়েই প্রচণ্ড ঘামতে শুরু করেন তিনি।
অসুস্থ সৌগত রায় (Saugata Roy)
তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে দেখেই তড়িঘড়ি দলের সতীর্থ সাংসদেরাই সৌগত রায়কে (Saugata Roy) নিয়ে রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতা রামমনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেখেছেন। সেখানে আইসিইউ-তে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে সাংসদের।
আরও পড়ুন : রোহিতের অধিনাকত্ব নয়! দ্রাবিড়ের একটি “গোপন” মাস্টারস্ট্রোকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত
তবে তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই বলে তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন চিকিৎসকেরা। আশি ছুঁইছুঁই সাংসদকে সংসদ কক্ষ থেকে বের করার সময় হুইল চেয়ারে করেই নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, কোমরে ব্যথা ছিল সৌগত রায়ের। কিন্তু সেই ব্যথা নিয়েও আজ সংসদে সুর চরিয়েছিলেন সৌগত রায় (Saugata Roy)।
আরও পড়ুন : গ্রেফতার করতে বলব?’ ভরা এজলাসে তীব্র ভর্ৎসনার মুখে সরকারি আইনজীবী
প্রসঙ্গত উল্লেখ্য, ‘ভূতুড়ে’ ভোটার তালিকা নিয়ে দিনের প্রথমার্ধ্বে দমদমের বর্ষীয়ান তৃণমূল (Trinamool Congress) সাংসদ (Members of Parliament) সৌগত রায় সংসদে সরব হতেও দেখা গিয়েছিল। সৌগত রায়কে বক্তব্য রাখতে বাধা দেওয়া হচ্ছিল বলেও সূত্রের খবর। তারই মাঝে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ান।
এই প্রসঙ্গে বলা যায় যে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দল নিয়ে নিজের মতামত ব্যক্ত করে বিতর্কে জড়িয়েছিলেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। সৌগত বলেছিলেন, ‘আমি শুনেছি সাম্প্রতিককালে রোহিত শর্মার ফর্ম খুব খারাপ। তিনি একটি সেঞ্চুরি করেছেন। তাছাড়া তিনি ২, ৩, ৪, ৫ রানেই আউট হয়ে যান।”
পাশাপাশি রোহিতের দলে থাকার কোন যোগ্যতা নেই বলেও উল্লেখ করেন তিনি। তার কথায়, ‘ভারত জিতছে কারণ অন্যান্য খেলোয়াড়রা ভালো খেলছেন, অধিনায়কের কোনও অবদান নেই।’ এক ই সঙ্গে রোহিত শর্মাকে মোটা বলা শামা মহম্মদকেও সমর্থন করেন তিনি। তার কথায় ‘শামা যা বলেছেন তা সত্যি।’ তবে ভারত ফাইনালে বাজিমাত করতেই রোহিতের প্রশংসা না করে পারেননি ঘাসফুল শিবিরের এই বর্ষীয়ান সাংসদ।