বাংলাহান্ট ডেস্ক : বীরভূমে দলের অন্দরেই স্পষ্ট তৃণমূলের (Trinamool Congress) কোন্দল। অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদ থেকে সরতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়ে পড়েছে দলের। পরিস্থিতি এমনি চরমে পৌঁছেছে যে তৃণমূলেরই নেতাকর্মীদের একাংশকে হুমকি দিতে দেখা গেল বীরভূমের ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামকে। ‘রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
পরোক্ষে অনুব্রতকে কটাক্ষ তৃণমূলের (Trinamool Congress) নুরুল ইসলামের
সোমবার সিউড়িতে দলীয় সভায় এমনি বিষ্ফোরক মন্তব্য করতে শোনা গেল নুরুল ইসলামকে। পরোক্ষে অনুব্রত মণ্ডলকে দলের মধ্যে ভাঙন ধরানোর জন্যও কাঠগড়ায় তোলেন তিনি। নুরুল ইসলাম বলেন, ‘বোলপুরের বোঝা উচিত। রক্তগঙ্গা বইয়ে দেব। ফ্লাঙ্কেনটাইন করে দেব। তৃণমূলের (Trinamool Congress) কোনো ক্ষতি হতে দেব না’।
নুরুলের মন্তব্যে বিতর্ক: সদ্য জেলা সভাপতির পদ থেকে সরেছেন অনুব্রত মণ্ডল। যদিও দাপট কমেনি তাঁর। এদিকে এবার নাম না করে ‘কেষ্ট’র বিরুদ্ধে দলে ভাঙন ধরানোর অভিযোগ আনলেন বীরভূমের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। দলীয় সভা থেকে এদিন তিনি বলেন, বোলপুর থেকে নির্দেশ পাঠিয়ে কিছু কর্মীদের ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে নানান ভাবে সিউড়ি ২ নম্বর ব্লকের সংগঠনটিকে ভেঙে ফেলার অপচেষ্টা চলছে। তবে তাঁরা তৈরি আছেন ওই অপচেষ্টার বিরুদ্ধে লড়ার জন্য।
আরো পড়ুন : অপারেশন সিঁদুর এর বিরুদ্ধে পোস্ট, প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে FIR
প্রকাশ্যে হুমকি নুরুল ইসলামের: তিনি আরো বলেন, ‘কেউ কেউ নিজে মাতব্বরি করে আমাকে জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি মানিনি। উন্নয়নের (Trinamool Congress) কাজ যখন চলছে আমি কেন তার বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব? এবার কেউ যদি মনে করে, আমি বড় নেতা, জেলা পরিষদ নিয়ন্ত্রণ করব। তা আমি করতে দেব না’।
আরো পড়ুন : কোনও নির্দেশ পরিবর্তন করা হবে না! পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
নুরুল ইসলামের মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠতেই মুখ খুলেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর অনুগামী হিসেবেই পরিচিত নুরুল ইসলাম। তবে তাঁর কথায়, নুরুল ইসলাম তাঁর অভিভাবকের মতো। অনেক দিন আগে থেকেই রাজনীতিতে রয়েছেন তিনি। দলের কেউ ক্ষতি করার চেষ্টা করায় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে মন্তব্য করেন কাজল শেখ।