বাংলা হান্ট ডেস্কঃ হ্যাকারদের (Hacker) হাতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) টুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। শাসকদলের অ্যাকাউন্টে হ্যাকার হানা। তারপর বদলে গেল অ্যাকাউন্টের নাম। মাইক্রোব্লগিং সাইটটিতে নাম বদলে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টটির নাম দেখাচ্ছে ‘Yuga Labs‘।
মঙ্গলবার সাত সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডলটির প্রফাইল নেম ও প্রফাইল পিকচার হঠাৎই পালটে যায়। বর্তমানে সেখানে তৃণমূলের অফিসিয়াল অ্যাকাউন্টটির নাম দেখাচ্ছে ‘Yuga Labs’। সঙ্গে Y আইকনের প্রোফাইল পিকচার। তা নজরে আসতেই শোরগোল। এখনও পর্যন্ত সেই অ্যাকাউন্ট থেকে কোনো টুইট করা হয়নি।
আচমকাই এই নাম বদলের পেছনে হ্যাকার হানা রয়েছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ, তৃণমূলের পেজটি হাক করা হয়েছে। তবে কে বা কারা এর পেছনে রয়েছে সেই বিষয়ে কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। অনুমান করা হচ্ছে, সোমবার গভীর রাতেই হ্যাক করা হয়েছে অ্যাকাউন্টটি। তা নজরে আসতেই দ্রুত অ্যাকাউন্টটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে তৃণমূলের টেক টিম।
এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) বলেন, গোটা বিষয়টি টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, দুমাস আগেই হ্যাকার হানায় অচল হয়ে যায় পশ্চিমবঙ্গের একাধিক সরকারি ওয়েবসাইট। সেইসময় এগিয়ে বাংলা, দুয়ারে সরকারের মত আরও অন্যান্য সরকারি ওয়েবসাইটগুলো খোলা সম্ভব হয়নি।
জানিয়ে রাখি, যুগা ল্যাবস’ (Yuga Labs) হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্লকচেইন প্রযুক্তি কোম্পানি যেটি NFTs এবং ডিজিটাল তথ্য সংগ্রহের কাজ করে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মিডিয়াতেও বিশেষজ্ঞ এই সংস্থার।