মমতাকে চিঠি সুখেন্দুর! ‘ভুল’ স্বীকার করে লিখলেন … ক্ষমা করল তৃণমূল?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের আবহে বেশ কিছু ‘বেফাঁস’ মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন তৃণমূল (Trinamool Congress) সাংসদ সুখেন্দুশেখর রায়। এবার তিনিই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ‘ভুল’ স্বীকার করলেন। একইসঙ্গে দলের পাশে থাকার বার্তাও দেন এই প্রবীণ নেতা।

  • তৃণমূল (Trinamool Congress) নেত্রীকে চিঠিতে কী লিখলেন সুখেন্দুশেখর?

আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর মেয়েদের রাত দখল কর্মসূচিকে সমর্থন জানিয়ে পোস্ট করেছিলেন তৃণমূল নেতা। এরপর এই ঘটনার প্রেক্ষিতে আরও বেশ কিছু পোস্ট করেন তিনি। এমনকি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়েও পোস্ট করেছিলেন সুখেন্দুশেখর (Sukhendu Sekhar Ray)। এদিকে দলের সাংসদের এহেন পোস্টের জেরে ক্রমেই বাড়তে থাকে শাসকদলের অস্বস্তি।

এবার জানা যাচ্ছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়ে নিজের ‘ভুল’ স্বীকার করেছেন সুখেন্দুশেখর। একইসঙ্গে দলের পাশে থাকার বার্তাও দিয়েছেন বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, সপ্তাহখানেক আগে কুণাল ঘোষের সঙ্গে কথা হয় সুখেন্দুশেখরের। এরপর তৃণমূল সুপ্রিমোকে চিঠি দেন তিনি।

আরও পড়ুনঃ ‘সোমবার পর্যন্ত..,’ মৌখিক নির্দেশ বিচারপতির, কালীঘাটের কাকুর মামলায় নয়া মোড়?

দলীয় সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুখেন্দু চিঠিতে লিখেছেন, একজন নাগরিক ও মেয়ের বাবা হিসেবে আরজি কর কাণ্ডের আবহে কিছু প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই কারণে দলের সম্বন্ধে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে। তিনি এমনটা করতে চাননি। একইসঙ্গে মমতাকে জানিয়েছেন, তিনি তৃণমূলের (TMC) সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।

Trinamool Congress Sukhendu Sekhar Roy

অধিবেশনের জন্য এখন দিল্লিতে রয়েছেন সুখেন্দুশেখর (Sukhendu Sekhar Ray)। অধিবেশনে যোগও দিচ্ছেন তৃণমূল সাংসদ। তবে সাংসদদের বৈঠকে তাঁকে ডাকা হচ্ছিল না বলে খবর। অবশেষে মঙ্গলবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা ডেরেক ও’ব্রায়েন তাঁকে বার্তা পাঠান বলে খবর। আজ অধিবেশন শুরু হওয়ার আগে দলীয় সাংসদের বৈঠকে তাঁকে ডাকা হয়। এর ফলে তৃণমূল এবং সুখেন্দুশেখরের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা কাটল বলে মনে করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর