বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতিতে বিদ্ধ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রোজই তাঁর নতুন নতুন বান্ধবীর খোঁজ মিলছে, এবং তাঁর বিরুদ্ধে উঠে আসছে পাহাড় সমান দুর্নীতির অভিযোগ। এছাড়াও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে দু’দিনে প্রায় ৫০ কোটি টাকা নগদ, বিদেশি মুদ্রা, কয়েক কেজি সোনা উদ্ধার হয়েছে।
ইডির দ্বিতীয় দিনের তল্লাশি অভিযানের পরেই তৃণমূলের একাধিক নেতা পার্থর বিরুদ্ধে সরব হয়েছেন। এতদিন চুপ করে থাকলেও, এবার সবাই প্রকাশ্যে পার্থর বহিষ্কার চাইছিলেন। সকাল সকাল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পার্থবাবুকে বহিষ্কৃত করার দাবি তোলেন। এরপর দেবাংশুও ঘুরিয়ে পার্থকে অপসারণের দাবি তোলেন।
চারিদিকে এত দাবি ওঠার পর বৃহস্পতিবার দুপুরে কেবিনেটের বৈঠক হয়। মাত্র কয়েক মিনিটের এই বৈঠকের উদ্দেশ্যেই ছিল পার্থ চট্টোপাধ্যায়। আর সেই বৈঠকে জানিয়ে দেওয়া হয় যে, মন্ত্রিত্ব থেকে তাঁকে অপসারিত করা হচ্ছে।
এরপর বিকেলে তৃণমূল কংগ্রেসের বৈঠক হয়। আর এই বৈঠকে এবার পার্থবাবুর থেকে মহাসচিব পদ কেড়ে নেওয়া হয়। তাঁকে দলের সমস্ত পদ থেকেই অব্যাহতি দেওয়া হয়েছে। সূত্র মতে, পার্থকে বহিষ্কার নয়, সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পার্থর বিরুদ্ধে পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস।