বাংলা হান্ট ডেস্কঃ বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন ভরতপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ধর্ম সংক্রান্ত বাগযুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। নন্দীগ্রামের বিধায়ক তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেখান থেকে সূত্রপাত। পরপর দু’দিন এই নিয়ে গর্জে ওঠেন হুমায়ুন। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল তৃণমূল (TMC)।
বিতর্কিত মন্তব্য করে বিপাকে হুমায়ুন কবীর (Humayun Kabir)?
শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্য নিয়ে গত দু’দিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি এই নিয়ে ফুঁসে উঠেছিলেন ভরতপুরের বিধায়ক। তিনি বলেন, ‘মারতে এলে রসগোল্লা খাওয়াব নাকি? ঠুসে দেব। ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে আসুন, দেখে নেব’। পরপর দু’দিন এহেন উস্কানিমূলক মন্তব্যের পর এবার হুমায়ুনের বিরুদ্ধে ‘অ্যাকশন’ নিল দল।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিধানসভায় এই নিয়ে এক দফা আলোচনা হয়। হুমায়ুনের বিরুদ্ধে তৃণমূল কড়া পদক্ষেপ নিচ্ছে এমনটা শোনা যায়। এরপর মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর। হুমায়ুন কবীরকে শোকজ (Show Cause) করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। ২৪ ঘণ্টার মধ্যে ভরতপুরের বিধায়কের জবাব তলব করা হয়েছে।
আরও পড়ুনঃ বিবেকের ডাকে সাড়া! ‘মমতা থাকলে যাব না’! ‘এই’ বৈঠকে থাকছেন না শুভেন্দু অধিকারী
সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে হুমায়ুনকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গেই দলের আরেক বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও যে কোনও ধরণের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বলে খবর।
এদিন বিধানসভা অধিবেশনের পর মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সেখানে হুমায়ুনের (Humayun Kabir) বিতর্কিত মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শেই শোকজ করা হয় ভরতপুরের বিধায়ককে। এই নিয়ে দু’বার শোকজ করা হল তাঁকে। নিয়ম বলছে, আরেকবার যদি তাঁকে শোকজ করা হয়, তাহলে সাসপেন্ড হবেন তিনি।