বাংলা হান্ট ডেস্কঃ শিরোনামে মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence)। দেখতে দেখতে এক সপ্তাহের বেশি কেটে গেলেও এই ইস্যুতে সরগরম বাংলা। এই আবহেই জাফরাবাদে মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে গেলেন তৃণমূলের (Trinamool Congress) সাংসদ, বিধায়করা। মুর্শিদাবাদ হিংসার মধ্যেই এই বাবা-ছেলেকে খুন করা হয়। এবার দাস পরিবারের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিতে চাইলেন শাসকদলের এমপি, এমএলএ-রা।
মুর্শিদাবাদে মৃত বাবা-ছেলের বাড়িতে হাজির তৃণমূলের (Trinamool Congress) প্রতিনিধি দল!
ইতিমধ্যেই হরগোবিন্দ ও চন্দনের পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কংগ্রেসের প্রতিনিধি দল। রবিবার সকালে তাঁদের বাড়িতে উপস্থিত হন শাসকদলের প্রতিনিধিরা। জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে যান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, সামশেরগঞ্জের তৃণমূল (TMC) বিধায়ক আমিরুল ইসলাম।
হরগোবিন্দ, চন্দনের পরিবারের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের কী কথা হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। তবে সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, খুনের সঙ্গে জড়িতদের কঠোর সাজা দেওয়ার আশ্বাস দিয়েছেন শাসকদলের প্রতিনিধিরা। সেই সঙ্গেই দাস পরিবারের বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। কোনও রকম সমস্যায় তাঁদের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।
আরও পড়ুনঃ SSC কাণ্ডে বড় খবর! সোজা যোগী আদিত্যনাথকে চিঠি চাকরিহারাদের! হঠাৎ কী হল?
মুর্শিদাবাদ হিংসায় নিহতদের পরিবারের জন্য আগেই আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও ১০ লক্ষ টাকার সেই ক্ষতিপুরণ নিতে অস্বীকার করে হরগোবিন্দ, চন্দনের পরিবার। জানা যাচ্ছে, এদিন রাজ্যের আর্থিক সাহায্য নিয়েও তাঁদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন।
এদিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর খলিলুর বলেন, ‘এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছি। স্থানীয়দের থেকে বহিরাগতদের কথা শুনেছি। পুলিশ বিষয়টি দেখছে’।
অন্যদিকে বাবা-ছেলেকে খুনের এই ঘটনায় ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউল শেখ নামে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে তৃণমূলকে (Trinamool Congress) লাগাতার আক্রমণ করছে বিরোধীরা। রবিবার রাজ্যে আফস্পা জারির হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে জানা গেল, জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গে দেখা করেছে শাসকদলের প্রতিনিধিদল।