ঈদের আগে ইফতার পার্টিতে দেব-রচনা! যা যা খেলেন তৃণমূলের তারকা প্রার্থীরা! শুনলে…

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন কমবেশি সকল প্রার্থী। এই প্রচারের ব্যস্ততার মাঝেই ইফতার পার্টিতে যোগ দিলেন তৃণমূলের (TMC) দুই তারকা প্রার্থী দেব (Dev) এবং রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ৫ এপ্রিল ছিল ঈদের আগে শেষ জুম্মা। এই দিনটি বিশেষভাবে উদযাপন করলেন ঘাটাল এবং হুগলির জোড়াফুল প্রার্থীরা।

শুক্রবার হুগলির বাঁশবেড়িয়ায় প্রচারে গিয়েছিলেন রচনা। ঠাটাপোড়া এই রোদের মধ্যে হুডখোলা জিপে করে প্রচার করতে দেখা যায় তৃণমূল (Trinamool Congress) নেত্রীকে। ‘দিদি নম্বর ওয়ান’কে দেখতে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। তাঁদের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় রচনাকে। গতকাল শাড়ি ছেড়ে সবুজ রঙের একটি চুড়িদার পড়েছিলেন অভিনেত্রী। ওড়নাটি আবার মুসলিম মহিলাদের মতো মাথায় জড়িয়ে রেখেছিলেন তিনি।

গতকাল সকালে প্রচারের পর দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন রচনা। এরপর কিছুক্ষণের বিশ্রাম শেষ ফের বেরিয়ে পড়েন প্রচারে। এরপর সোজা পৌঁছে যান ইফতার পার্টিতে (Iftaar Party)। ঈদের আগে শেষ জুম্মায় ঝুলোনিয়ার বড় মসজিদের সামনে চলা একটি ইফতার পার্টিতে যোগ দেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুনঃ ভোটের আবহে ৪ দিন ‘গায়েব’! কোথায় ছিলেন এতদিন? শুক্রবার প্রচারে ফিরতেই প্রশ্নের মুখে পাঠান

সেখানে উপস্থিত সকলের সঙ্গে বসে ফল খেতে দেখা যায় রচনাকে। বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, স্থানীয় পুরসভার উপ পৌরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেই ইফতার পার্টিতে। রচনার মতো ঘাটালের তৃণমূল প্রার্থী দেবও গতকাল একটি ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন।

গতকাল পাঁশকুড়ার একটি ইফতার পার্টিতে হাজির হয়েছিলেন ঘাটালেন বিদায়ী সাংসদ তথা জোড়াফুল প্রার্থী দেব। সেখানকার সংখ্যালঘু সেলের তরফ থেকে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একটি গেস্ট হাউসে চলছিল সেই ইফতার পার্টি। সেখানে হাজির হন দেব। উপস্থিত প্রত্যেকের সঙ্গে হাসিমজায় মেতে উঠতে দেখা যায় তাঁকে।

dev and rachana banerjee at iftaar party

প্রসঙ্গত, দেব এবং রচনা দু’জনেই টলিপাড়ার পরিচিত মুখ। সিনেদুনিয়ায় রচনা দেবের সিনিয়র হলেও, রাজনীতির দুনিয়ায় দেবের অভিজ্ঞতা বেশি। গত দু’বার ঘাটাল থেকে জিতে সাংসদে গিয়েছেন অভিনেতা। অপরদিকে চব্বিশের ভোটের আগে রাজনীতিতে নাম লিখিয়েছেন রচনা। লকেট চট্টোপাধ্যায়ের বিপক্ষে হুগলি কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছে তৃণমূল শিবির।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর