বাংলা হান্ট ডেস্কঃ শাসকদলের কাউন্সিলরের কীর্তিতে শোরগোল পড়ে গেল রাজ্যে। এও হয়? ঢি ঢি সমাজমাধ্যমে। কথা হচ্ছে তৃণমূল কাউন্সিলর (Trinamool Congress) শেখ নাজিরউদ্দিনের। তার বিরুদ্ধে অভিযোগ শিঙারার সঙ্গে চাটনি কম দেওয়ায় তেলেভাজার দোকানের কর্মীকে ঠাটিয়ে চড় মেরেছেন তিনি। ঘটনা সামনে আসতেই তুমুল শোরগোল বীরভূমের দুবরাজপুরে৷
বিতর্কে TMC কাউন্সিলর- Trinamool Congress
ঠিক কী ঘটেছে? অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুবরাজপুরের শ্মশান কালী মন্দিরের কাছের এক তেলেভাজার দোকানে শিঙারা কিনতে আসেন দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন৷ যথারীতি তাকে সিঙ্গারাও দেওয়া হয়। কিন্তু তার পরই ঘটে বিপত্তি।
দোকানের কর্মীর অভিযোগ, তিনি কাউন্সিলরকে চিনতেন না৷ দোকানে এসে তিনটি শিঙারা কেনার পর অতিরিক্ত এক প্যাকেট চাটনি চান ওই তৃণমূল কাউন্সিলর৷ তা দিতে অস্বীকার করেন কর্মী। তারপরই রেগে লাল হয়ে ঠাটিয়ে ওই কর্মীকে চড় মারেন কাউন্সিলর৷ আর বলেন, ” তুই চিনিস আমি কে?” এতই জোরে চড় মারা হয় যে ওই কর্মী সটান মাটিতে পড়ে যায়।
কাউন্সিলর হয়ে এত দাপট? চড় মারার ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷ কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে এই দাবিতে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সাধারণ মানুষ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ তবে কিছুতেই লাভ হয়নি। শেষ পর্যন্ত চাপে পড়ে গতকাল রাতেই কাউন্সিলরকে থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন: দিল্লি থেকে কলকাতা হাইকোর্টে আসছেন নয়া বিচারপতি, জাস্টিসের আসল পরিচয় অবাক করবে
কী বলছেন অভিযুক্ত?
তৃণমূল কাউন্সিলর বলেন, ‘আমি চাটনি চাইতেই ওই দোকানকর্মী আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি দিতে শুরু করেন৷ তখন আমি ওনাকে একটা ঠেলা মারি, কিন্তু চড় মারিনি৷’ নিজের ভুল স্বীকার করেন ওই কাউন্সিলর৷ তবে তারপরও এসব নিয়ে কোনো কারণ ছাড়াই রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তার। এদিকে শাসকদলের নেতার কাণ্ডে শুরু হয়েছে জোর চৰ্চা।