ব্যারাকপুর-মধ্যমগ্রামে তাণ্ডব শুরু TMC-র! রাতের অন্ধকারে হামলা BJP কর্মী সমর্থকদের বাড়িতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেড় মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২৪ লোকসভা ভোটের ফলাফল। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলায় ‘মারকাটারি’ ফল করেছে তৃণমূল (Trinamool Congress)। বারাসাত (Barasat) থেকে শুরু করে ব্যারাকপুর (Barrackpore), হুগলি থেকে শুরু করে হাওড়া, রাজ্যের মোট ২৯টি আসনে এবার ঘাসফুল ফুটেছে। আর তারপরেই নানান জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর উঠে আসছে। কাঠগড়ায় তোলা হচ্ছে TMC-কে।

উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রামে (Madhyamgram) যেমন গতকাল গভীর রাতে বেশ কয়েকজন BJP সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বারাসাত লোকসভা কেন্দ্রে এবারও জয়ী হয়েছেন তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার। অভিযোগ, TMC প্রার্থীর জয় নিশ্চিত হতেই মধ্যমগ্রামের নেতাজিপল্লিতে বেশ কয়েকজন পদ্ম শিবিরের কর্মীর বাড়িতে আক্রমণ করা হয়। TMC আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার নেপথ্যে রয়েছেন বলে অভিযোগ আক্রান্তদের। যদিও শাসক শিবিরের তরফ থেকে যাবতীয় দাবি খারিজ করে দেওয়া হয়েছে।

আক্রান্ত BJP সমর্থকদের কথায়, হামলাকারীরা হুমকি দিয়েছে, এখানে থাকতে গেলে BJP করা যাবে না। গেরুয়া শিবিরের স্থানীয় পার্টি অফিসে ভাঙচুর করার চেষ্টা করা হয় বলেও জানা যাচ্ছে। এমনকি বেশ কয়েকজনের গায়ে হাত তোলা হয়েছে বলেও খবর।

আরও পড়ুনঃ সন্দেশখালি-নন্দীগ্রামে ‘খেলে দিল’ BJP, ‘বিরাট কাণ্ড’ এই দুই বিধানসভায়! গাল ভরা হাসি শুভেন্দুর

এদিকে ব্যারাকপুরেও ফলপ্রকাশের পর সন্ত্রাসের অভিযোগ উঠেছে। ‘অর্জুন গড়ে’ এবার ঘাসফুল ফুটিয়েছেন পার্থ ভৌমিক। দলীয় প্রার্থীর জয়ের পর ব্যারাকপুর পুরসভার ২৪ নং ওয়ার্ডের TMC কর্মীরা বিজয় মিছিল বের করেন। সেই মিছিল থেকে BJP কর্মী বাবু নাগের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

Trinamool Congress BJP clash

এই প্রসঙ্গে বাবুর ছেলে রণজিৎ বলেন, ‘পার্থ ভৌমিক জয়ী হওয়ার পর বিজয় মিছিল থেকে আমাদের বাড়িতে হামলা করা হয়। প্রায় ২০০ জন এসেছিল। তাঁদের মধ্যে অনেকেই বহিরাগত ছিলেন। TMC বাহিনীর ছোঁড়া ইটে আমার বাচ্চার মাথায় চোট লাগতে পারতো। মা-কাকিমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে… ভাগ্য়িস দরজাটা আটকানো ছিল। সেই কারণে বেঁচে গিয়েছি। আমায় আর বাবাকে পেলে হয়তো মেরেই দিত। নিরাপত্তাহীনতায় ভুগছি। পার্থ স্যার, দয়া করে এই বিষয়টা একটু দেখুন’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X