লোকসভার টিকিট না পেয়ে অভিমানী, অবশেষে সায়ন্তিকাকে প্রার্থী করছে তৃণমূল! কোন কেন্দ্রে?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার আশায় বুকে বেঁধেছিলেন! তবে ব্রিগেডের জনগর্জন সভা থেকে ঘোষণা করা হয়নি তাঁর নাম। এরপরেই জানা যায়, দলের সকল পদ ছাড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ভোটের প্রাক্কালে দল ছাড়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও তৃণমূল নেত্রীর সেই ‘অভিমান’ গলতে বেশিদিন লাগেনি। সকল জল্পনা ভেস্তে তৃণমূলেই (TMC) থেকে যান তিনি। এবার শোনা যাচ্ছে, এই অভিনেত্রীকেই নির্বাচনের টিকিট দিতে চলেছে জোড়াফুল শিবির।

চব্বিশের লোকসভা ভোটের সঙ্গে সমান্তরালভাবে বাংলার দু’টি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন (Assembly Constituency By Election) হবে। মুর্শিদাবাদের ভগবানগোলায় আগামী ৭ মে এবং উত্তর ২৪ পরগণার বরানগরে আগামী ১ জুন ভোট হতে চলেছে। ইতিমধ্যেই এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। এবার শোনা যাচ্ছে, বরানগর কেন্দ্র থেকে সায়ন্তিকাকে দাঁড় করাতে পারে তৃণমূল।

লোকসভা নির্বাচনের আবহে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বরানগরের বিধায়ক তাপস রায়। বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন তিনি। ফলে সেই আসনটি ফাঁকা রয়েছে। বিজেপির তরফ থেকে বরানগর উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দাপুটে নেতা সজল ঘোষের নাম। কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁর প্রতিপক্ষ হিসেবে সায়ন্তিকাকে (Sayantika Banerjee TMC) দাঁড় করাতে পারে জোড়াফুল শিবির।

আরও পড়ুনঃ ভোটে লড়ার টাকা নেই! লোকসভা নির্বাচনের টিকিট পেয়েও সরে দাঁড়ালেন খোদ অর্থমন্ত্রী

এই বিষয়ে জনপ্রিয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে সায়ন্তিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানেন না। তৃণমূল নেত্রীর কথায়, ‘আমার কাছে এখনও এই বিষয়ে কোনও করফারমেশন নেই। দলের তরফ থেকে তো প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ততক্ষণ অবধি অপেক্ষা করি’।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে সায়ন্তিকাকে টিকিট দিয়েছিল তৃণমূল। তবে সেবার বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। ভোটে না জিতলেও বাঁকুড়া আঁকড়ে পড়েছিলেন অভিনেত্রী। ‘বহিরাগত’ তকমা মুছে হয়ে উঠেছিলেন সেখানকার ‘ঘরের মেয়ে’।

sayantika banerjee tmc

শোনা যাচ্ছিল, চব্বিশের লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিতে পারে তৃণমূল শিবির। কিন্তু তেমনটা হয়নি। প্রথম প্রথম সায়ন্তিকার একটু ‘অভিমান’ হলেও এখন অবশ্য সেসব গলে জল! এখন ফের একবার বরানগর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী হিসেবে উঠে আসছে সায়ন্তিকার নাম। এবার দেখা যাক, শেষ অবধি তাঁকে টিকিট দেওয়া হয় কিনা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর