গুরুতর অসুস্থ সোহম! হাসপাতালে নিয়ে যেতেই ফাঁস ‘আসল কারণ’! কী হয়েছে TMC বিধায়কের?

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা হোক বা নেতা, দুই ভূমিকাতেই সমান জনপ্রিয় সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট না দিলেও দলের তারকা প্রচারকদের তালিকায় তাঁর নাম রেখেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার সেই সোহমই নির্বাচনী প্রচারে বেরিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন।

প্রখর রোদ মাথায় নিয়েই রোজ দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে দেখা যাচ্ছে সোহমকে। এদিকে বর্তমানে তীব্র গরমে জ্বলেপুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহের তোয়াক্কা না করেই রাজ্যজুড়ে চলছে নির্বাচনী (Lok Sabha Election 2024) প্রচার। মঙ্গলবার দলীয় প্রার্থী সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন চণ্ডীপুরের জোড়াফুল বিধায়ক (TMC MLA) তথা অভিনেতা সোহম। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে খবর।

বর্তমানে বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোহম। জানা যাচ্ছে, প্রখর গরমে লু লেগে গতকাল অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিকে তৃণমূল বিধায়ক তথা সহকর্মীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে চলে আসেন ঘাটালের তৃণমূল (Trinamool Congress) প্রার্থী দেব। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও সোহমকে দেখতে আসেন।

আরও পড়ুনঃ প্রতিবন্ধী বৃদ্ধার ডাকে নো সাড়া! গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন সায়ন্তিকা, আক্রমণ সজলের

দলীয় বিধায়কের আচমকা অসুস্থতার খবর কানে এসেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দু’জনেই চণ্ডীপুরের বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বহুদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত সোহম। লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তবে দলের তারকা প্রচারকের তালিকায় নাম থাকায় রাজ্য জুড়ে প্রচার করতে দেখা যাচ্ছে তাঁকে। গতকালও দলের দেওয়া এই কাজ করছিলেন অভিনেতা। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা চলছে সোহমের। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল।

TMC MLA Soham Chakraborty

উল্লেখ্য, এবার রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচন হবে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দুই দফার ভোটগ্রহণ পর্ব। আগামী ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ সহ মোট ৫টি কেন্দ্রে নির্বাচন রয়েছে সেদিন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর