তৃণমূলে গুরুদায়িত্ব পেলেন বাবুল সুপ্রিয়, ফেসবুক পোস্টের মাধ্যমে দলনেত্রীকে জানালেন ধন্যবাদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দলের মধ্যে যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তা আরও একবার প্রমাণ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। গত বছর সবাইকে অবাক করে দিয়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দেন আসানসোলের (Asansol) প্রাক্তন সংসদ তথা মোদি (Narendra Modi) ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলের পতাকা নিজের হাতে তুলে নিয়েছিলেন বাবুল। এরপর তৃণমূলের হয়ে বালিগঞ্জ কেন্দ্র থেকে বিধায়ক পদের জন্য লড়াই করে উত্তীর্ণও হন। এবার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র পদে নিয়োগ করা হলো বাবুল সুপ্রিয়কে।

বাবুল সুপ্রিয় সাথেই এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে মেঘালয়ের দায়িত্বে থাকা মুকুল সাংমা ও প্রাক্তন বিজেপি সাংসদ ক্রিকেটার কীর্তি আজাদকে। দলীয় সূত্রের খবর, আসন্ন বাদল অধিবেশন থেকেই এই পদে তারা কাজ শুরু করবেন।

প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বর মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা গায়ক বাবুল সুপ্রিয়। বাবুলের এই ধরনের হঠাৎ দলবদল বড় ধাক্কা ছিল বিজেপির কাছে। ঠিক উল্টো ভাবে নিজেদের পালে হাওয়া পেয়ে যায় তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েনের মতো নেতাদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন বাবুল। এরপর বালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনে জয় লাভ করেন বাবুল সুপ্রিয়।Babul post

সম্প্রতি একটি ফেসবুক বার্তায় দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা জানিয়ে বাবুল লিখেছেন, দলের জাতীয় মুখপত্র পদে তাকে নিয়োগ করার জন্য তিনি কৃতজ্ঞ। তার উপর দেওয়া দায়িত্ব তিনি যত্নসহকরে পালন করবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X