আগামী বিধানসভা ভোটে ২২০-২৩০ টি আসন পাবে তৃণমূল কংগ্রেস : অনুব্রত মণ্ডল

বাংলাহান্ট ডেস্কঃ ২১ শে জুলাইয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল শহিদ সভা দেখার শেষে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) বলেন, ”আগামী বিধানসভায় ২২০-২৩০ টি আসন পাবে তৃণমূল”।

তিনি আরও বলেন, বাংলায় মমতা ব্যানার্জী (Mamata Banerjee)  না থাকলে NRC করবে BJP সরকার। মঙ্গলবার কালীঘাট থেকে ২১ জুলাইয়ের ভার্চুয়াল শহিদ সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় অনলাইনে ও TV-তে সেই জনসভা প্রদর্শনের ব্যবস্থা করে দল ৷

818006 anubrata new 2

সেই মতো বোলপুরে তৃণমূল কার্যালয়ে কনফারেন্স হলে ভার্চুয়াল সভা দেখার ব্যবস্থা করা হয় ৷ সেখানে সভা দেখতে আজ উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ-সহ অনেকে ।

fb9a5 anubrata mondal

সভার শেষে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বলেন, “শুনলেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন। এক বছরের জন্য নয়, তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন রেশন ফ্রি। ভারতবর্ষের কোনও রাজ্য এটা পারবে?

মমতা ব্যানার্জী বলেই এটা সম্ভব। “তিনি আরও বলেন,”বাংলায় মমতা ব্যানার্জী না থাকলে NRC করবে BJP সরকার । বাংলাকে ছোটো করতে চায় ওরা ৷ কিন্তু, পারবে না ৷ ১০ কোটি মানুষ এমন হতে দেবে না।”


সম্পর্কিত খবর