পার্থর পর কি এবার সায়নীকে ছাঁটছে তৃণমূল? ED-র তলবের পরই নির্বাচনী প্রচার থেকে উধাও অভিনেত্রীর নাম

বাংলা হান্ট ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর এবার কি সায়নী ঘোষ (Sayani Ghosh)? শনিবার তৃণমূলের (Trinamool Congress) পঞ্চায়েত ভোটের প্রচারকারীদের যে তালিকা প্রকাশিত হয়েছে দলের তরফে, দেখা যাচ্ছে তাতে নাম নেই দলের যুব সংগঠনের সভানেত্রীর। শনিবার জুলাই মাসের প্রথম দিনেই পঞ্চায়েত ভোটের প্রচারকারীদের তালিকা প্রকাশ করেছে শাসক দল তৃণমূল। তাতে দলের প্রথমসারির নেতানেত্রীদের নাম রয়েছে। কিন্তু উল্লেখ নেই সায়নীর নাম।

তৃণমূলের পক্ষ থেকে গত বুধবার পর্যন্ত পঞ্চায়েত ভোটে নামী প্রচারকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে নাম ছিল সায়নীর। বৃহস্পতিবার ইদ উৎসবের কারণে তৃণমূলের তারকা প্রচারকারীরা প্রচারে নামেননি। আর শুক্রবার ইডির তলবের কারণে তাঁকে ওই তালিকায় রাখা হয়নি। দেখা যাচ্ছে, ইডি-র জেরা থেকে বেরিয়ে এলেও শনিবারও সায়নীকে প্রচারকারীদের তালিকায় রাখা হয়নি।

গত মঙ্গলবার তাঁকে হাজিরার দেওয়ার নোটিস পাঠিয়েছিল ইডি। ঘটনাচক্রে, বুধবারের তালিকায় নাম থাকলেও ওইদিন আর ভোটের প্রচারে দেখা যায়নি সায়নীকে। ইডির তলবি নোটিস পাওয়ার খবর চাউর হওয়ার পর তাঁর সঙ্গে যোগাযোগই করা যাচ্ছিল না। প্রচার দূরে থাক তাঁর সঙ্গে যোগাযোগ করতেও পারছিলেন না তৃণমূলের নেতারা। তবে শুক্রবার নির্দিষ্ট সময়ের আগেই সায়নী পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। জেরার মুখোমুখি হওয়ার আগে তিনি জানান, পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন।

sayani

জানা যাচ্ছে, শুক্রবার ইডি-র জেরার পর তাঁকে ‘বিধ্বস্ত’ দেখায়নি। উল্টে তিনি সিজিও কমপ্লেক্সে উপস্থিত সংবাদমাধ্যমকে জানান, তদন্তের কাজে ১০০ শতাংশ সহযোগিতা করবেন। যতবার ডাকা হবে, তত বারই আসবেন। দরকারে সিজিও-তে ২৪ ঘণ্টাও কাটাবেন তিনি।

আগামী বুধবার সায়নীকে আবার ডেকেছে ইডি। শুক্রবার তাঁর কাছে বিভিন্ন নথিপত্র চাওয়া হয়েছিল। বুধবার তাঁকে আরও নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে বলেই সূত্রের খবর। ইডি-র একটি সূত্রের দাবি, শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সায়নীর বয়ান রেকর্ড করা হয়েছে। তার পরে সেটি পাঠানো হয়েছিল দিল্লিতে, ইডি-র সদর দফতরে। সেখান থেকে ‘অনুমোদন’ আসার পরে তাঁকে আবার জেরা করা শুরু হয়। যা চলে বেশি রাত পর্যন্ত।

পঞ্চায়েত ভোটের প্রচার শেষ আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার সময়। কারণ, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে শনিবার এক দফাতেই ভোট হবে। তার ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ। আবার তার ২৪ ঘণ্টা আগে সায়নী যাবেন ইডি দফতরে। ফলে তাঁকে আর পঞ্চায়েতের প্রচারে ব্যবহার করা হবে কি না, তা নিয়েও সংশয় থাকছে।


Sudipto

সম্পর্কিত খবর