বাংলা হান্ট ডেস্কঃ কোলাঘাট (Kolaghat) সমবায় নির্বাচনে উঠল সবুজ ঝড়। শাসকদলের জয়ের জোয়ারে তলানিতে গিয়ে ঠেকল রাম-বাম জোট। ভগবানপুরের ধারা অব্যাহত রেখে জয়ের পতাকা উত্তোলন করতে পারল না সিপিআইএম। লজ্জাজনক হারের নেপথ্যে কী জোটের ভূল সমীকরণ? উঠছে প্রশ্ন।
পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কোলাঘাটের সমবায় কৃষি উন্নয়ন নির্বাচনকে কেন্দ্র করেই জোট বেধেছিল বাম–বিজেপি (CPM-BJP)। তবে সেখানের ঝেকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে শুন্যে গিয়ে ঠেকল না রাম-বামের জোট। মোট ১২টি আসনের মধ্যে সবকটিতেই ফুটলো জোড়াফুল। জয়ী শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool)। সোমবার কোলাঘাট ব্লকের ঝোকুড়কুল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। আর তাতেই স্পষ্ট দেখা যাচ্ছে, ১২টি আসনের মধ্যে ১১টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে ঘাসফুল। অন্যদিকে, বাকি একটি আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। ফলে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করেছে ঘাসফুল।
একদিকে এই একই দিনে ভগবানপুরে সবকটি আসনে জয়ী হয়েছে সিপিআইএম। শাসকদল দল, বিজেপি খাতাই খুলতে পারেনি সেখানে। অন্যদিকে কোলাঘাটে লজ্জাজনক হাড় বাম-বিজেপি জোটের। অর্থাৎ একটা কথা স্পষ্ট যে, সিপিআইএম একা লড়লে সাফল্য পাচ্ছে, অন্যদিকে বিজেপির সঙ্গে জোট করলেই মিলছে গোল্লা।
এদিন কোলাঘাট ব্লকের জয় প্রসঙ্গে তৃণমূল পঞ্চায়েত সভাপতি সুরজিৎ মান্না বলেন, ‘এই ফল প্রত্যাশিতই ছিল। শুধু একবার পরীক্ষা–নিরীক্ষা করে নেওয়া হল। সিপিআইএম–বিজেপি মাইক ধরলে একে অপরের বিরুদ্ধে কথা বলে, আর নির্বাচন এলেই তারা একজোট হয়ে যায়। এদেরকে প্রতিরোধ করতেই আমাদের একজোট হতে হবে। তার প্রমাণ আমরা দেখিয়ে দিলাম। এই সমবায়ে যতজন রয়েছেন, তারা সকলেই আর একবার দেখিয়ে দিলেন যে সকলে তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন। আমরা প্রত্যাশিত জয় পেয়েছি। এখানে রাম–বাম জোট চলবে না।’
পঞ্চায়েত ভোট পূর্বে শাসকদলের এই বিশাল জয় যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বলার অবকাশ রাখে না। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও কী এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে তৃণমূল! সেটাই এবার দেখার বিষয়।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট