মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতেই গ্রেফতার, তৃণমূল কর্মীর সঙ্গে যা হল…

বাংলা হান্ট ডেস্কঃ গত ২৪ জুন নবান্ন সভাঘরে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রীসভার সদস্য, নানান পুরসভার প্রশাসনিক কর্তা এবং পদস্থ আমলারা। হাজির ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়ও।  সমাজমাধ্যমে সেই বৈঠকের লাইভ সম্প্রসারণও হচ্ছিল। এবার সেখানেই ‘কমেন্ট’ করে বিপাকে পড়লেন এক তৃণমূল (Trinamool Congress) কর্মী।

সপ্তাহখানেক আগে আয়োজিত ওই বৈঠকে হাওড়া পুরসভার পরিষেবা নিয়ে নানান অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল থেকে শুরু করে সেই জমি বিক্রি, বহিরাগতদের বসানো- একাধিক বিষয়ে কথা বলেন তিনি। সেই সঙ্গেই যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মমতা (Mamata Banerjee)। ওই ভিডিওতেই রাজ্যের মন্ত্রী অরূপের (Arup Roy) বিরুদ্ধে মন্তব্য করেন এরশাদ সুলতান ওরফে শাহিন নামের এক TMC কর্মী। এবার তাঁকেই গ্রেফতার করল পুলিশ।

শিবপুর মোল্লা পাড়া নিবাসী এরশাদ লেখেন, ‘অরূপ রায় হাওড়া পুরসভার ২৭ ও ৩৭ নং ওয়ার্ডের পুকুর বুজিয়ে ফেলেছেন’। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে দেখে সেদিনই শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হাওড়া মধ্য বিধানসভা অঞ্চলের TMC নেতা সুশোভন চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতির মাঝেই চাকরি ফিরে পেলেন ৮ শিক্ষক! নজিরবিহীন রায় হাইকোর্টের, আশায় বহু

সুশোভনের সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর ৩০ জুন জিজ্ঞাসাবাদের জন্য এরশাদকে থানায় ডেকে পাঠানো হয়। সেখানে জেরার পরেই গ্রেফতার করা হয় ওই যুবককে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এরশাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন সহ আরও নানান ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর তাঁকে হাওড়া আদালতে হাজির করানো হলে আদালতের তরফ থেকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই গ্রেফতার ওই যুবকের পরিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। গ্রেফতারির প্রতিবাদ করে এরশাদের পিতা সুলতান মামুদ আলম বলেন, ‘এভাবে গ্রেফতার করা ঠিক হয়নি। আমার ছেলে সব সময় অন্যায়ের প্রতিবাদ করে। ও জামাকাপড় তৈরির কাজ করে। কোনও ঝগড়া-ঝামেলায় থাকে না। কাজের পাশাপাশি ও সক্রিয়ভাবে TMC করে’।

Trinamool Congress TMC flag

এই বিষয়ে অরূপ কোনও প্রতিক্রিয়া না দিলেও এরশাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা TMC নেতা সুশোভন বলছেন, কোনও রকম প্রমাণ ছাড়া একজন মন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানো অপরাধ। ওনাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এরশাদের এই গ্রেফতারির প্রতিবাদ জানাচ্ছে বিরোধীরা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর