অভিষেকের নাম করে দেদার তোলাবাজির অভিযোগ! গ্রেপ্তার পোস্তার যুব তৃণমূল নেতা

বাংলা হান্ট ডেস্কঃ আজই দল থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলের (Trinamool Congress) দুই শিক্ষক নেতা। দল বিরোধী কাজের অভিযোগেই নাকি তাঁদের বহিষ্কার করা হয়েছে। যদিও বহিষ্কৃত দুই নেতার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সমর্থনে কথা বলাকেই নাকি দল বিরোধী কাজ বলা হচ্ছে। তৃণমূলের এই দুই বহিষ্কৃত শিক্ষক নেতাদের মধ্যে একজন হলেন অধ্যাপক সংগঠন ওয়েবকুপারের সহ-সভাপতি পদে থাকা মণিশঙ্কর মন্ডল। আর অপরজন হলেন তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতির দায়িত্বে থাকা প্রীতম হালদার।

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার পোস্তার যুব তৃণমূল (Trinamool Congress) নেতা

এরই মধ্যে আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠছে এক যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। এই অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ওই যুব তৃণমূল (Trinamool Congress) নেতাকে। অভিযোগ মিলতেই তাকে গ্রেফতার-ও করেছে পোস্তা থানার পুলিশ। জানা যাচ্ছে, ওই অভিযুক্ত তৃণমূল নেতার নাম তরুণ তিওয়ারি। তিনি ছিলেন যুব-তৃণমূল কংগ্রেসের সম্পাদক।

আজই ওই পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। জানা যাচ্ছে,তরুণ তিওয়ারির সাথেই এদিন রাহুল পুরোহিত এবং রাহুল সিং নামে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাওড়ার লিলুয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে ওই গুণধর যুব তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে। জানা যাচ্ছে সচীন পালিত নামের এক ব্যবসায়ির মনোহরপুকুর রোডে একটি অফিস রয়েছে।

বড়বাজার থানায় চার বছর ধরে তার ব্যবসা সংক্রান্ত একটি মামলা চলছে। তাকে ওই আইনি সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন পোস্তার যুব তৃণমূল (Trinamool Congress) নেতা তরুণ তিওয়ারি। সমস্যা সমাধানের আশায় সময় নষ্ট না করে সচীন পালিত দ্রুত যোগাযোগ করেন তরুণ তিওয়ারির সাথে। কিন্তু সেখানে গিয়ে সমস্যা সমাধান করার পরিবর্তে তার কাছে ৬ লক্ষ টাকা চান ওই তৃণমূল নেতা।

আরও পড়ুন: শেষে অভিষেককে সাপোর্ট করায় ‘দল বিরোধী’ তকমা! দুই শিক্ষক নেতাকে বহিষ্কার করল তৃণমূল

অভিযোগে সচীন পালিত জানিয়েছেন তরুণ তিওয়ারি তাকে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তার যোগাযোগ রয়েছে। তারপর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নিজের একটি ছবিও দেখান। এইভাবে বিশ্বাস অর্জন করার পর তার কাছে ছয় লক্ষ টাকা চাওয়া হয়। এছাড়াও ওই ব্যবসায়ী দাবি করেন গতকাল তার মা তরুণ তিওয়ারির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

সেখানে তার সাথেও খুবই খারাপ ব্যবহার করা হয়। বলা হয় টাকা না দিলে নাকি তার মাকে ছাড়া হবে না। তাই রাতেই যেন টাকা নিয়ে যাওয়া হয়। প্রথমে ৬ লক্ষ টাকার কথা বলা হলেও পরে, তিনি তিন লক্ষ টাকা চেয়েছিলেন। কিন্তু ওই ব্যবসায়ী আড়াই লক্ষ টাকা দিয়ে আসেন। তারপরেই পোস্তা থানায় অভিযোগ করেন সচীন পালিত।

Trinamool Congress

অভিযোগ সামনে আসতেই তড়িঘড়ি তরুণ তিওয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুব তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের জন্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ তাকে যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদকের পদ থেকে সরানোর কথা জানান। তিনি জানিয়ে দেন এবার থেকে, তরুণ তিওয়ারি তৃণমূলের কোনও সাংগঠনিক বৈঠকে থাকতে পারবেন না। তৃণমূল সাসপেন্ড করার পর পোস্তা থানার পুলিশ তরুণ তিওয়ারিকে গ্রেফতার করে। যুব নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(৭), ৩০৮(৫), ৩৫১ (৩), ৭৯ এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর