‘আমাদের সমর্থন করুন, আবাস যোজনায় ঘর পাবেন!” শর্ত তৃণমূল জেলা সভাপতির

বাংলাহান্ট ডেস্ক : সারা রাজ্য আবাস যোজনা দুর্নীতি নিয়ে উত্তপ্ত। দুর্নীতিতে কোথাও জড়াচ্ছে নেতাদের পরিবারের সদস্যদের নাম আবার কোথাও তৃণমূল ঘনিষ্ঠদের নাম। অভিযোগ, কোথাও নেতার পরিবারের সদস্যদের নামে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও অভিযোগ পাকা বাড়ি থাকা সত্ত্বেও গোয়াল ঘর দেখিয়ে নাম তোলানো হচ্ছে আবাস যোজনায়। এরই মাঝে সৃষ্টি হল নয়া বিতর্কের।

জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি বললেন, সমর্থন করুন আমাদের। আবাস যোজনায় ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। জলপাইগুড়ির পাহাড়পুর অঞ্চলে শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের একটি কর্মীসভা ছিল। জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ সেই সভায় বক্তব্য রাখছিলেন।

বক্তব্য রাখার সময় জেলা তৃণমূল সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় রয়েছে। জেলা পরিষদ ও অঞ্চলেও রয়েছে তৃণমূল। তাই সব রকম সরকারি সুযোগের পাশাপাশি আবাস যোজনায় ঘর পেতে গেলে করতে হবে তৃণমূল। আপনারা দলকে সমর্থন করলে আবাস যোজনায় ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়।

মহুয়া গোপ এদিন আরও বলেন, বিজেপি গ্রামের মানুষকে আবাস যোজনা নিয়ে ভুল বোঝাচ্ছে। ফর্ম বিলি করছে তারা। তারা বলছে বিজেপিকে সমর্থন করার জন্য। কিছু মানুষ বিজেপি নেতাদের পেছনে ছুটছেন ভুল বুঝে। আপনারা তৃণমূলকে সমর্থন করুন। বিজেপির ক্ষমতা নেই ঘর দেওয়ার।

pm awas yojana

এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেছেন, নিজস্ব কোন প্রকল্প নেই তৃণমূলের। এই সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্পকে নিজেদের নামে চালাচ্ছে। মোদি টাকা দেবেন, সেই টাকা তৃণমূলের নেতারা লুট করবে। বেশি দিন চলবে না এসব। মহুয়া দেবী কোন প্রেক্ষিতে তৃণমূল ঘর দেবে বললেন? জনতা এসব তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখবে। শীঘ্রই সেই দিন আসতে চলেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর