বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে ফের একবার নেতার ‘কীর্তি’ বিড়ম্বনায় নাজেহাল শাসক শিবির। প্রকাশ্যে তৃণমূল কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ। ‘আমাকে একটা রাত দিতে হবে’! পুরসভার অস্থায়ী মহিলা কর্মীকে ঠিক এমনই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
দাঁইহাটের ঘটনার পর এবার খড়গপুর। ফের একবার অস্বস্তিতে ঘাসফুল। এবার অভিযোগের তীর খড়গপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে।
ঠিক কি ঘটেছিল? অভিযোগকারী মহিলা খড়গপুর পুরসভায় চুক্তিভিত্তিক পদে কর্মরত। মহিলার দাবি, ফেসবুকে তৃণমূল কাউন্সিলর নাকি তাকে বলেছেন, ‘তোমার যা লাগবে, আমি সব দেব। তোমাকে শুধু এক রাত আমাকে দিতে হবে’! এমনকী, থানায় অভিযোগ জানিয়েও লাভ হবে না বলে হুমকিও দেন প্রবীর ঘোষ!
এই খবর চাওর হতেই রীতিমতো শোরগোল পরে গেছে গোটা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় কাউন্সিলরের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট-সহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভার অস্থায়ী মহিলা কর্মী। অন্যদিকে, দলের অভিযুক্ত ওই কাউন্সিলের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূলেরই স্থানীয় মহিলা কর্মীরা। এদিন খড়গপুর টাউন থানার বাইরে অভিযুক্তর শাস্তির দাবিতে বিক্ষোভও দেখান তারা।
এক্কেবারে যেন দাঁইহাটের ঘটনার পুনরাবৃত্তি। প্রসঙ্গত, কিছুদিন আগে দাইঁহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান শিশির মণ্ডলের ‘কীর্তি’তে বিড়ম্বনায় পড়েছিল শাসকদল। সেইসময় চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনেন এক তরুণী। তার অভিযোগ ছিল, চাকরির আশায় পুরপ্রধানের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে চাকরি তো দূর, তাকে নাকি কুপ্রস্তাব দিয়েছেন চেয়ারম্যান! সেই ঘটনার সময়ও কুকীর্তির ভিডিয়ো ও অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
এরপরই দলের নির্দেশে পদত্যাগ করন অভিযুক্ত চেয়ারম্যান। এবার ফের এই একই রকম ঘটনার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার বিষয়।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা