বাংলা হান্ট ডেস্কঃ পরিস্থিতি উদ্বেগজনক, ছড়িয়ে পড়তে পারে অশান্তি। আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে আপাতত স্থগিত হল তৃণমূলের (All India Trinamool Congress) প্রতিনিধি দলের নাগাল্যান্ড (Nagaland) সফর। ভিন রাজ্যে যাওয়ার বদলে কলকাতা থেকে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। শীর্ষ নেতৃত্বের নির্দেশে আপাতত নাগাল্যান্ড যাওয়া হচ্ছে না তাঁদের।
উল্লেখ্য, শনিবার রাতে জঙ্গি সন্দেহে গ্রামবাসীদের উপর এলোপাথাড়ি গুলি চালায় সেনা। এই গুলিতে মৃত্যু হয় ১২ জন নিরীহ গ্রামবাসীর। নাগাল্যান্ডের এই ঘটনা প্রকাশ্যে আসার পর জাতীয় রাজনীতিতে তুমুল হইহট্টগোল শুরু হয়। কংগ্রেস সহ বাকি বিরোধী দল এই নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করা শুরু করে। এরপরেই তৃণমূলের তরফ থেকে নাগাল্যান্ডে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতা থেকে দিল্লি আর সেখান থেকে নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তৃণমূলের ৫ জনের প্রতিনিধি দলকে। কিন্তু নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই খবর আসে যে, রাজ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। সমস্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে, এই বিষয়ে অসম সরকারও তাঁদের কোনও সহযোগিতা করেনি। আর এই কারণেই ঝুঁকি না নিয়ে আপাতত স্থগিত করা হয়েছে নাগাল্যান্ড সফর। আগামী দিনে এই সফর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
বিষয়টা হল, সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। আর সেই সময় নিরপত্তারক্ষীদের বিরুদ্ধে উঠেছিল কিছু নিরীহ মানুষের উপর গুলি চালানোর অভিযোগ। ঘটনার জেরে উত্তপ্ত নাগাল্যান্ড। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)।
সূত্রের খবর, নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে শনিবার রাত্রে সন্ত্রাস দমন অভিযানে নেমেছিলেন নিরাপত্তারক্ষীরা। আর সেইসময়ই ঘটে যায় কিছু অপ্রিয় ঘটনা। অভিযোগ উঠেছে, সেই সময় খনির কাজ সেরে ফিরে আসা দিনমজুরদের পিক আপ ভ্যানে গুলি চালায় কমান্ডোরা। যার জেরেই ১৪ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। আর এই ঘটনা নিয়েই তোলপাড় শুরু হয়ে যায়।