বাংলার আমলাদের iPhone ব্যবহার করার নিদান, পেগাসাস থেকে বাঁচাতে পরামর্শ নবান্নর

বাংলা হান্ট ডেস্কঃ ‘সরকারিক কথাবার্তা কিংবা কোন টেক্সট মেসেজ যদি এবার থেকে পাঠাতে হয়, তবে আপনারা সকলেই আইফোন ব্যবহার করবেন’, রাজ্যের শীর্ষ আমলাদের এবার পরামর্শ প্রদান করল নবান্ন (Nabanna)। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড (Android) ফোন ব্যবহার না করে iphone ব্যবহারের পরামর্শ দিল তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব।

নেপথ্যে কারণ কি, তা জানতে গেলে কিছুটা অতীতে ফিরে যেতেই হবে। বিগত বেশ কিছু সময় ধরে দেশের বুকে পেগাসাস বিতর্ক ক্রমাগত বেড়ে চলেছে, যার মাধ্যমে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাতা হয়ে চলেছে বলে অভিযোগ করে বিরোধী দলগুলি। এক্ষেত্রে তাদের অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে।

   

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগেও একাধিক তৃণমূল নেতা মন্ত্রীদের ফোনের বার্তালাপ প্রকাশ্যে আসে, যার পর মুহূর্তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, “পেগাসাস আসলে বিপদজনক। স্বামী ও স্ত্রীর মধ্যে কথোপকথন পর্যন্ত আড়ি পেতে শোনা হচ্ছে। ফোনের ক্যামেরার মাধ্যমে লোকের অবস্থান প্রসঙ্গে জানা যাচ্ছে। এগুলি খুব বিপদজনক।” এমনকি পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নিজ ফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট পর্যন্ত লাগিয়ে রাখেন আর এবার দলের সকল শীর্ষ আমলাদের আইফোন ব্যবহারের নির্দেশ দিল দলের শীর্ষ নেতৃত্ব।

বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ফোন এবং iphone, দুটি end to end এনক্রেপটেড অর্থাৎ তথ্য গোপনীয়তার সম্পূর্ণ আশ্বাস দিলেও বর্তমানে বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে আড়ি পাতা সম্ভব হয়েছে। এক্ষেত্রে আই ফোনে তা এক প্রকার অসম্ভব বলেই দাবি সংস্থার। ফলে সব মিলিয়ে নবান্নের এই সিদ্ধান্তের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

mamata nabanna wqd

অপরদিকে, এই ঘটনায় চিন্তিত নাগরিক সমাজ। অনেকের দাবি, যদি রাজনৈতিক ব্যক্তিত্বরাই পেগাসাস থেকে সুরক্ষিত না হন, তবে সাধারণ মানুষের কি হবে?

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর