দুর্গাপুরের রেস্তোরাঁয় ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ ভেঙ্গে দেওয়া হল রেস্তোরাঁর সিসিটিভি, ল্যাপটপ, কম্পিউটার। চলল তিন রাউন্ড গুলি। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। শনিবার পশ্চিম বর্ধমানের (West Burdwan) দুর্গাপুরের (Durgapur) ইস্পাত কলোনির কুমারমঙ্গলম পার্কে ঘটে যায় এই সাংঘাতিক ঘটনাটি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

guli

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইস্পাতের অধীনের এই পার্কটি লিজে নিয়েছে এক্সল্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি সংস্থা। এক্সল্ট সার্ভিসেস লিমিটেডের কর্ণধার দেবাশিস রায় আবার বিজেপি (BJP) দলের সঙ্গে যুক্ত। আবার দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের সঙ্গে এই সংস্থার আইনি বিষয় নিয়ে বিভিন্নরকম ঝামেলা চলছে। অপরদিকে এক্সল্টের থেকে সাব লিজ নিয়ে ডলফিন নামে একটি সংস্থা ২৩ সে ফেব্রুয়ারী সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করে।‍ এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই ঘটে এই দুর্ঘটনাটি।

এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Dr. Shashi Panja), শান্তিরাম মাহাত (Santiram Mahato), তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। দুর্গাপুর ইস্পাতের সঙ্গে এক্সল্ট সার্ভিসের আইনি ঝামেলা থাকায় ডলফিন সংস্থার এই অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি এক্সল্ট সার্ভিস। এই ঘটনার জেরে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ তাঁর দলবল নিয়ে পার্কে চড়াও হয়ে দেবাশিস রায়কে মারধর শুরু করে। পার্ক মধ্যস্ত তিনিটি রেস্তোরাঁ তাঁরা ভেঙ্গে দেয়। রেস্তোরাঁর ভেতরে থাকা সিসিটিভি, ল্যাপটপ, কম্পিউটার ভেঙ্গে দেয় বলে অভিযোগ জানানো হয়। পার্কের কর্মী অতুল বাগদি জানান, এরই সঙ্গে শেখর নামে এক দুষ্কৃতী তিন রাউন্ড গুলি চালায়। এদের সঙ্গে কয়েকশো তৃণমূল সদস্য ছিল বলে জানান তিনি।

ঘটনার জেরে দেবাশিস রায় সহ আরও তিন জন আহ হন। দেবাশিস রায় পুলিশকে পুরো ঘটনাটি জানানা। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। কিন্তু স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।


Smita Hari

সম্পর্কিত খবর