বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে সরগরম বঙ্গ রাজনীতি। একের পর এক ভোট পর্ব মিটতেই যেন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। সম্প্রতি চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়েছে বীরভূমের দুবরাজপুরে কেন্দ্রে। আর সেখানে ভোট মিটতেই, ভোটের ফলাফল আশঙ্কা করে স্থানীয় বাসিন্দাদের জলের পরিষেবা বন্ধ করে দিয়েছে তৃণমূল পোষিত একদল দুষ্কৃতী। যার যার ফলে এই প্রচন্ড গরমের মধ্যেই বিগত বেশ কিছুদিন ধরেই প্রচন্ড জলের কষ্টে কষ্টে দিন কাটাচ্ছেন দুবরাজপুরের ৩০ টি পরিবার।
কিন্তু কেন? হঠাৎ করে এই ৩০ টি পরিবারই কেন রাজরোষে পড়লেন। সম্প্রতি এর কারণ হিসেবে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সেখানে দাবি করা হচ্ছে যে এই গ্রামবাসীরা নাকি এই লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন। তাই স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ বিজেপিকে ভোট দেওয়ার ‘অপরাধে’ তৃণমূলের দালালরা তাদের জলের পরিষেবা বন্ধ করে রেখে দিয়েছে।
এমনকি জলের জন্য দাবি জানানো হলে চরম বর্বরতার পরিচয় দিয়ে অত্যন্ত কুরুচিকর ভাষায় তাদের বলা হয়েছে, ‘মোদীকে যেমন ভোট দিয়েছো, তেমনি এবার মোদীর মূত্রই পান করো।’ উল্লেখ্য কথায় আছে, ‘জলের অপর নাম জীবন’। আর এই প্রচন্ড গরমের মধ্যেই গ্রামবাসীদের মুখের থেকে পানীয় জল কেড়ে নেওয়ায় রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এদিন সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
আরও পড়ুন: ‘হ্যাঁ মহিলাদের ওপর অত্যাচার হয়েছে’, সন্দেশখালি নিয়ে মুখ খুললেন তৃণমূলেরই এবার পঞ্চায়েত সমিতির সদস্য
এদিন দুবরাজপুরের এক মহিলা গ্রামবাসী সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন চতুর্থ দফার ভোট পর্ব মিটতেই তৃণমূলের একদল দালাল নাকি লাঠিসোটা নিয়ে সারাক্ষণ গ্রামে পাহারা দিচ্ছে। ওই ৩০ টি পরিবার যাতে কোনভাবে জল না পায় তার জন্য নাকি পাহাড়া বসানো হয়েছে পুকুরের ধারেও। সারাক্ষণ নাকি লাঠি নিয়ে বসে থাকছে তারা।
জলের তেষ্টা মেটাতে গেলেই নাকি তাদেরকে মারধর করার ধমকি দেওয়া হচ্ছে। এদিন ওই স্থানীয় বাসিন্দা সরাসরি তৃণমূলের রুবি মূর্মু,ভাতার মান্ডি, মনসা মান্ডি এবং মধু সোরেনের নামে জল বন্ধ করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।
Mamata Banerjee must be tried for crimes against Tribals.
In Dubrajpur, Birbhum, Trinamool hooligans cut off drinking water supply to 30 families, after the polling in Phase 4, just because they voted (presumably) for the BJP. “You voted for Modi, now drink Modi’s urine”, the… pic.twitter.com/uJ9588egBJ
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 18, 2024
সেই সাথে গ্রামীবাসীদের হয়ে এইদিন তিনি জানিয়েছেন তারা এই মুহূর্তে শুধু তাদের জলের পরিষেবা টুকু চালু করে দেওয়ার দাবি জানাচ্ছেন। এখন দেখার এই ভয়ানক অভিযোগ প্রকাশ্যে আসার পর আদৌ কি কোনো পদক্ষেপ নেবে রাজ্য সরকার? তবে এবার মনে করা হচ্ছে নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই দুবরাজপুরে মুখ থুবড়ে পড়বে তৃণমূল কংগ্রেস।