বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত ক্যানিং। পুলিশ কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিতে আহত হলেন পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ ভক্ত সমেত দুজন তৃণমূল কর্মী। ক্যানিং থানার ইটখোলা গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে চরম উত্তেজনা এলাকায়।
প্রাপ্ত খবর অনুযায়ী এই ঘটনায় মহিলা সহ ১৫ জন। আজ সকাল থেকেই শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে ইটখোলা গ্রাম। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন হয় পুলিশ বাহিনী। আজ দুপুর পর্যন্ত চরম উত্তপ্ত থাকে এলাকা।
যদিও ঘটনার সমস্ত দায় অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের স্থানীয় নেতারা জানান, তাঁদের দলের কেউ গুলি চালায় নি। যারা গুলি চালিয়েছে তাঁরা দল বদল করে এসেছে।
পুলিশ জানিয়েছে যে, ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এত অস্ত্র কোথা থেকে এলো সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশ ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে।
জানা গিয়েছে যে, ত্রাণ বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।