চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! পুলিসের জালে TMC নেত্রী ও তার ASI স্বামী

বাংলা হান্ট ডেস্ক : ফের চাকরি নিয়ে দুর্নীতি (Recruitment Scam)। চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগ উঠল এক তৃণমূল নেত্রী (Trinamool Leader) ও এএসআই স্বামীর বিরুদ্ধে। হাওড়ার উলুবেড়িয়ার (Uluberia) ২ নম্বর ব্লকের খলিসানি গ্রামের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।

এই ঘটনায় তৃণমূলের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য বর্ণালী দেঁড়ে ও তাঁর স্বামী সঞ্জীব দেঁড়েকে গ্রেফতার করেছে কলকাতা লালবাজার পুলিসের গোয়েন্দা বিভাগ। সঞ্জীব দেঁড়ে নিজেও একজন পুলিস আধিকারিক। কলকাতার বেনিয়াপুকুর থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটর পদে নিযুক্ত ছিলেন তিনি।

   

tmc

অভিযোগ, স্বামী-স্ত্রী দু’জনই চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন। এলাকাবাসীর থেকে টাকা তো তুলেতেনই পাশাপাশি বাইরের এলাকা থেকেও টাকা তোলার অভিযোগ উঠেছিল ওই দম্পতির বিরুদ্ধে। রবিবার তাঁদের দু’জনকে বাউড়িয়া বুড়িখালির একটি বহুতল থেকে গ্রেফতার করে পুলিস। এদিকে, এই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। তবে এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও রকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন।

অভিযোগ স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলতেন সঞ্জীব। এই কাজে তাঁকে সাহায্য করতেন স্ত্রী বর্ণালিও। ধৃত বর্ণালি দেঁড়ে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের খলিশানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস।

তবে শুধু স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা নয়, পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি থেকে আবাস যোজনায় বাড়ি দেওয়ার নাম করেও টাকা তোলার অভিযোগ সামনে এসেছে ধৃতদের বিরুদ্ধে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর