বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশে ফের একবার চারদিনের হেফাজত হয়েছে তাঁর। অনুব্রত গ্রেফতারির ঘটনায় বর্তমানে রাজনৈতিক বিতর্ক চরমে। একদিকে সম্প্রতি তৃণমূল নেতার পাশে দাঁড়িয়ে তাঁকে এক প্রকার ক্লিনচিট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবার অপরদিকে, বিরোধী দলগুলি অনুব্রতর বিরুদ্ধে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে। এর মাঝে এদিন কেষ্টর পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
উল্লেখ্য, এদিন আদালতে প্রবেশের সময় অনুব্রত মণ্ডল জানান, “আমি সিবিআইকে ১০০ শতাংশ সাহায্য করছি। আমার নামে কোন বেনামি সম্পত্তি নেই। ওরা তদন্ত করুক।” এরপরই অনুব্রতর পাশে দাঁড়িয়ে ফিরহাস বলেন, “এটা প্রমাণ হবে। একটুখানি অপেক্ষা করুন। ঠিক প্রমাণ হবে। আমাদের বিরুদ্ধে যারা কুৎসা ছড়াচ্ছে, তাদের মুখে ছাই মাখা হবে।”
যদিও বর্তমানে অনুব্রতর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সম্প্রতি অনুব্রত ও তাঁর আত্মীয়দের নামে থাকা ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট উদ্ধার করে সিবিআই। গতকাল বোলপুরে তৃণমূল নেতার রাইস মিলে হানা দেয় তদন্তকারী অফিসাররা। সেখান থেকে একাধিক নথি এবং তথ্য উদ্ধার করে তারা। তবে এর মাঝেই ফিরহাদের বক্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি ফিরহাদ হাকিম জানান, “আমার বিরুদ্ধে কোন অনৈতিক কাজ প্রমাণ করতে পারলে ইডি এবং সিবিআইয়ের প্রমাণের আগে আমি নিজেকে মৃত্যুদণ্ড দেব।” যদিও পরবর্তীতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেসের বাকি নেতারা ফিরহাদের মতো কেন বুক বাজিয়ে এ কথা বলতে পারছেন না?” এ প্রসঙ্গে এদিন বিজেপি নেত্রীর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন ফিরহাদ। তৃণমূল নেতা জানান, “আমি আমার কথা জানিয়েছি। লকেট চট্টোপাধ্যায়কে কৈফিয়ত দেওয়ার জন্য কেউ কিছু বলবে না। আমার মনে হয়েছে, তাই বলেছি।”