বাংলাহান্ট ডেস্কঃ এবার আমফানের টাকা তছ্রুপের অভিযোগ উঠল এক তৃণমূল (TMC) সদস্যের বিরুদ্ধে। যাকে কান ধরে ওঠবোস করতে হল পুলিশ ও বিডিও-র সামনে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। অভিযুক্তের নাম স্বপন ঘাটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমফান ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির সময় দুর্নীতির অভিযোগে শাস্তি দেওয়া হল এক তৃণমূল সদস্যেকে। গ্রামবাসীদের চাপের মুখে পুলিশ ও বিডিও-র সামনে কান ধরে দোষ করে ঐ অভিযুক্ত। অভিযোগ, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন ঘাটি আমফানের ত্রাণের তালিকা তৈরিতে স্বজনপোষণ করেন।
বিষয়টি জানাজানি হওয়ায়, তৃণমূল সদস্যকে ঘেরাও করেন গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে সেখানে যান মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও। তাঁর সামনেই কান ধরে টাকা নেওয়ার কথা স্বীকার করেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। বিষয়টি তদন্ত করে টাকা ফেরতের আশ্বাস দেন বিডিও। দলীয়ভাবে তদন্ত হবে, দোষী প্রমাণিত হলে ব্যবস্থা, প্রতিক্রিয়া ব্লক সভাপতির।
স্থানীয়দের অভিযোগ, আমফানের টাকা প্রায় সবই তছ্রুপ করে। আমাদের সামনে কান ধরে ওঠবোস করে। পাশাপাশি স্থানীয়রা রেগে গিয়ে অভিযুক্তের মোটরবাইক ভেঙ্গে দেয়। প্রথমে তাকে স্থানীয় একটি মাঠে তাকে আটকে বেঁধে রাখে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।